নিউজডেস্ক: এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল মালবাজার হাসপাতালে । বৃহস্পতিবার সকাল থেকে চিকিৎসা গাফিলতির অভিযোগ তুলে মৃতার পরিবারের লোকজন বিক্ষোভ দেখাতে শুরু করে। হাসপাতালের সুপারিন্টেন্ডেন্টের ঘরে বিক্ষোভকারীদের প্রতিনিধিদের নিয়ে আলোচনাও হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ প্রশাসনিক স্তরে দায়ের হয়নি বলে খবর।
সূত্রের খবর, সোনালী খালকো নামের(২৪) এক মহিলার মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে মালবাজার হাসপাতাল। মৃত ঐ মহিলার বাড়ি বানারহাট ব্লকের চুনাভাটি চা বাগানের উপর লাইনে। গত ৩১ জুলাই গর্ভবতী অবস্থায় তাঁকে মাল বাজারের সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। সিজারিয়ান পদ্ধতিতে ১ অগাস্ট তাঁর কন্যাসন্তান জন্ম দেয় তিনি । সন্তান সুস্থ ছিল। তবে পরিবারের অভিযোগ, অপারেশনের পর সোনালীর শারীরিক অবস্থার অবনতি হয়।
এরপর বুধবার রাতে হাসপাতালেই মৃত্যু হয় তার। মৃতার স্বামী রূপলাল ওরাওঁ বলেন, ‘অপারেশনের পর আমাদের রক্ত আনতে বলা হয়। আবার ফের অপারেশনের কথাও বলা হয়। চিকিৎসা গাফিলতির জন্যই এই ঘটনা ঘটেছে।এদিন সকাল থেকেই হাসপাতালে ভিড় করেন বিক্ষোভ দেখান মৃতার আত্মীয় স্বজনরা।পুলিশ প্রশাসন তাদের বোঝানোর চেষ্টা করেন।