ওয়েবডেস্ক : বানেশ্বর গার্লস হাইস্কুলের নাবালিকা ছাত্রীর ধর্ষণে দোষীদের শাস্তির দাবিতে আন্দোলনে নামল পড়ুয়ারা। সোমবার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা সকাল ১১টা থেকে বোকালীর মঠ এবং বাণেশ্বর বটতলায় পথ অবরোধে শামিল হয়। বোকালীর মঠ এলাকায় দু-ঘণ্টার মধ্যে পুণ্ডিবাড়ি থানার আশ্বাসে অবরোধ উঠে যায়। তবে বাণেশ্বর এলাকায় অবরোধ চলে সন্ধ্যা পর্যন্ত। অবশেষে কোচবিহার ২ এর জয়েন্ট বিডিওর আশ্বাসে সন্ধ্যা সাতটা নাগাদ আন্দোলনকারীরা অবরোধ তুলে নেয়।
এদিনের অবরোধের জেরে থমকে যায় যান চলাচল। দুর্ভোগের মুখে পড়েন নিত্যযাত্রীরা। তবে ভোগান্তি স্বীকার করেও অনেকেই এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন। আন্দোলন চলাকালীন পুলিশ এবং ছাত্রদের মধ্যে ধস্তাধস্তিও হয়। উত্তেজিত ছাত্রছাত্রীরা দুটি সরকারি বাস সহ একটি বেসরকারি গাড়িতে ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। সন্ধ্যা সাতটা নাগাদ পড়ুয়ারা অবরোধ তুলে নেয়।