নিউজডেস্ক: অনেক অভিমান বুকে নিয়ে রাজনীতি থেকে সরে আসার সিদ্ধান্ত নিলেন তৃনমূলের বর্ধমান জেলা সম্পাদক অভিজিৎ সোম। সাংবাদিক সম্মেলন করে নিজের সিদ্ধান্ত জানান তিনি।শুধু তিনি একাই নন, ওনার সঙ্গী হয়েছে ৪০ জন তৃনমূল কর্মী সহ বিদায়ী পঞ্চায়েত সদস্য রমেশ পালও।
অভিজিৎ সোম বলেন ,দলের প্রতিটা সিদ্ধান্ত মেনে নিয়েছি প্রতিবার। তবুও ব্লক নেতৃত্ব সন্মান দেয় না। তিনি আরো বলেন ‘২০১৯-এর লোকসভা ভোটে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে বিজেপি জিতেছিল। তবে আমাদের বুথে তৃণমূল ১৯২ ভোটে জেতে। তারপরেও বুথ সভাপতিকে সরিয়ে দেওয়া হয়। সব মেনে নেওয়া হলেও সন্মানই দেয় না দল। এরপরই অভিজিৎ সোম ২০২৫ সাল পর্যন্ত লিজ নেওয়া দলীয় কার্যালয়ে চাবি ফিরিয়ে দেন বাড়ির মালিককে। দান করে দেন অফিসে থাকা বিভিন্ন আসবাবপত্র।
অন্যদিকে ব্লক সভাপতি তথা বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান কাকলি গুপ্ত তায়ের দাবি, ‘আমার সঙ্গে ওঁরা কোনও আলোচনা করেননি। সংবাদমাধ্যম থেকে জেনেছি। দল অভিজিৎ সোমকে জেলা সম্পাদক করেছিল। তাহলে গুরুত্ব না দেওয়ার ব্যাপার কোথায়?’ তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, ‘কোনও চিঠি হাতে পাইনি। পেলে এই নিয়ে মন্তব্য করব। তবে, দলে এটা কাম্য নয়। কী হয়েছে, খোঁজ নিয়ে দেখা হবে।’
- দুঃসাহসিক চুরি! ইসলামপুর কলেজ মোড়ে পরপর দুটি দোকান ফাঁকা, আতঙ্কে এলাকা
- ১৩৭ বছরে পা দিল চোপড়ার ঐতিহ্যবাহী অষ্টমী দুর্গাপূজা, শুরু জোহরা মেলা
- দুষ্কৃতীদের দৌরাত্ম্যে আতঙ্ক ইসলামপুরে, মহিলাদের সুরক্ষায় সরব পঞ্চায়েত প্রধান অসীমা পাল
- ভাসছে নর্দমা, দূষিত জলে ছড়াচ্ছে কলেরা, হু হু করে ভরছে হাসপাতাল — দিল্লিতে বাড়ছে আতঙ্ক
- উত্তর দিনাজপুরে ৪ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রফিক, উদ্বিগ্ন পরিবার — তথ্য পেলে যোগাযোগের অনুরোধ