নিউজডেস্ক: ভোটের আগেই গোয়ালপোখরে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে উত্তর দিনাজপুর জয়ের ঘোষণা করলেন তৃনমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী। ৯৮টি গ্রাম পঞ্চায়েত ৯টি পঞ্চায়েত সমিতি সহ একটি জেলা পরিষদ পুরোপুরি তৃণমুলের দখলে আসবে বলে নিশ্চিত দাবী করেন মন্ত্রী গোলাম রব্বানী।
গোয়ালপোখরে তৃনমূল ছেড়ে কংগ্রেসে যোগদান ঘিরে প্রদেশ কংগ্রেসের সাধারন সম্পাদক তথা চাকুলিয়ার প্রাক্তন বিধায়ক আলী ইমরান রমজ ওরফে ভিক্টরকে একহাত নিয়েছেন মন্ত্রী গোলাম রব্বানী। গত বিধানসভা ভোটে ভিক্টরের জমানত বাজেয়াপ্ত হয়েছিল এবার পঞ্চায়েত ভোটে যাদেরকে দলে নিয়েছে তাদের জমানত বাজেয়াপ্ত হবে বলে ভিক্টরকে কটাক্ষ করেন মন্ত্রী রব্বানী।
এছাড়াও ভিক্টর নিজের আত্মীয় পরিজনদের খুঁজে খুঁজে কংগ্রেসে যোগদান করিয়েছে, না হলে কংগ্রেসে যোগদান করার লোক নেই তাই সব আসনে প্রার্থীও দিতে পারেনি। ইসলামপুরের তৃনমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী নির্দল প্রার্থীদের সমর্থনে প্রচারে বেরোনোর প্রশ্নে, উনি দলের সিনিয়র লিডার, ওনার বিষয়ে তিনি কোনও মন্তব্য করবেন না বলে এড়িয়ে গিয়েছেন মন্ত্রী গোলাম রব্বানী। অন্যদিকে কেন্দ্র থেকে বিজেপিকে হ্টাতে দেশের গনতন্ত্র রক্ষা করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলগুলি নিয়ে জোটবদ্ধ হচ্ছেন বলেও মন্তব্য করেন মন্ত্রী গোলাম রব্বানী।
- ভ্রমণে ভিয়েতনাম
- সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উদ্যোগে প্রয়াত CPIM নেত্রী সুরভী মুন্ডার স্মৃতিতে স্বাস্থ্য পরীক্ষা শিবির ইসলামপুরে
- স্ত্রীকে খুনের ঘটনায় অভিযুক্ত স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড
- পথ দুর্ঘটনার গুরুতর আহত বাইক চালক
- টি বোর্ডের নির্দেশিকা অমান্য করে চোপড়ায় চলছিল চা পাতা তোলার কাজ, অভিযোগ ক্ষুদ্র চা চাষীদের।