নিহজডেস্ক: শনিবার রাত ১০টা নাগাদ বিহারের হাজিপুরে এক দুধের কারখানায় অ্যামোনিয়া লিক করে মৃত্যু হয় এক শ্রমিকেী। জানা গেছে, গতকাল হঠাৎ করেই কারখানার ভিতরে ঝাঁঝালো গ্যাসে ভরে যায়। তখন আতঙ্কিত কর্মচারীরা হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টা করে। দৌড়দৌড়ি করে কারখানা থেকে বের হতে গিয়ে পদপিষ্ট হয়ে আহত হয়েছে একাধিক জন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দমকল এবং পটনা পুলিশের কুইক রেসপন্স টিম। কারখানার ভিতরে যারা আটকে ছিলেন তাঁদের দ্রুত উদ্ধার করা হয় রাতেই।কারখানার ভিতরেই এক শ্রমিকের দেহ উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে , বিষাক্ত অ্যামোনিয়া গ্যাসেই মৃত্যু হয়েছে ওই শ্রমিকের। কারখানার বাইরে প্রায় ৪ এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে গ্যাস।
ফলে এলাকার বাসিন্দাদের অনেকেরই শুরু হয় শ্বাসকষ্ট । বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে ৩০-৩৫ জন হাজিপুর হাসপাতালে ভর্তি হয়। তবে পুলিশের দাবি ১৫-২০ মিনিটের মধ্যে গ্যাস নিয়ন্ত্রণে আনা গেছে। কীভাবে কারখানায় গ্যাস লিক হল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
- SIR শুনানি ঘিরে উত্তেজনা চাকুলিয়া ব্লক অফিসে, ভাঙচুর–অগ্নিসংযোগের পর কড়া পুলিশি প্রহরায় ফের শুরু শুনানি

- ছাড়াছাড়ি

- সংক্রান্তি

- ইসলামপুর শ্রীকৃষ্ণপুরে চায়ের দোকানে দুস্কৃতিদের তাণ্ডব, মারধোর ও লুটের অভিযোগ—পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ স্থানীয়দের

- ভোটারদের আতঙ্ক! SIR শুনানি নোটিশের বিরুদ্ধে ফুঁসছে চাকুলিয়া—রাস্তায় নেমে রাজ্য সড়ক অবরোধ
