নিউজডেস্ক: করিমপন্থী অনুগামীরা নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দীতা করার অভিযোগে তাদের উপর কানাইয়ালাল অনুগামীরা হামলা চালায় বলে অভিযোগ ।এই ঘটনায় তিন করিম অনুগামী আহত হয়েছেন।ঘটিনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের মাটিকুন্ডা -১ গ্রাম পঞ্চায়েতের ছয়ঘরিয়া গ্রামে।ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।আহতদের ইসলামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

করিম অনুগামীদের দাবি

পঞ্চায়েত নির্বাচনে ইসলামপুর বিধায়ক করিম চৌধুরী অনুগামীদের প্রার্থী না করায় প্রায় প্রতিটি আসনেই তার অনুগামীরা নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্দল প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করলে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জয় অনিশ্চিত হয়ে পড়বে। এটা বুঝতে পেরেই জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল অনুগামীরা নির্দলদের উপর চাপ তৈরী করতে হামলা চালায়। বুধবার রাতেই মাটিকুন্ডা -১ গ্রাম পঞ্চায়েতের ছয়ঘড়িয়া গ্রামে নির্দল প্রার্থীদের হামলা চালায় বলে অভিযোগ।বাঁশ লাঠি নিয়ে তাদেরকে মারধোর করার হয় বলে অভিযোগ। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।আহত তিনজনকেই ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কানাইয়ালাল অনুগামীদের দাবি

এনিয়ে কানাইয়ালাল আগরওয়াল অনুগামী কোশিক গুন জানিয়েছেন, প্রকৃত তৃণমূল কংগ্রেস কর্মিরা দলের সঙ্গেই আছে। গতকাল রাতে মাটিকুন্ডায় নির্দল প্রার্থীদের সঙ্গে ঝামেলা হয়েছে।যারা নির্দল প্রার্থী হয়ে প্রতিদ্বন্দীতা করছেন পঞ্চায়েত ভোটে তার কোন প্রভাব পড়বে না বলে কৌশিকবাবু দাবি করেছেন।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *