নিউজডেস্ক: গতকাল ছিল নমিনেশনের শেষ দিন। এই নমিনেশন ঘিরে রাজ্যে প্রবল হিংসা লক্ষ করা যায়। কোথাও গুলি চলে তো কোথাও বোমা। আহত হয় বিভিন্ন দলের একাধিক কর্মী সমর্থকেরা। অন্যদিকে নমিনেশন জমা হবার পর থেকে শুরু হয়েছে প্রচার।

মুর্শিদাবাদে ফের রক্ত পাত, মৃত্যু হয় ১

গতরাতে প্রচার সেরে বাড়ি ফেরার পথে আততায়ীদের গুলিতে খুন হয় মুর্শিদাবাদের তৃণমূলের অঞ্চল সভাপতি। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদের নবগ্রাম থানার পাঁচগ্রামের হজ বিবি ডাঙা এলাকায়। মৃত ব্যক্তির নাম মোজাম্মেল হক (৪২)।তিনি সাহেব নগরের অঞ্চল সভাপতি ছিলেন। রক্তাক্ত মোজাম্মেলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষনা করে ডাক্তার।

গুলি বিদ্ধ কংগ্রেস প্রার্থীর বাবা

অপরদিকে একই এলাকায় কংগ্রেস প্রার্থী রমজান শেখের বাবাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে। গুলিবিদ্ধ কংগ্রেস কর্মীর নাম মাহরুল্লাহ শেখ। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনায় একে অপরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে শাসক বিরোধী।

https://youtube.com/shorts/H3IUK0DTcuw?feature=share

পুলিশ সূত্রে খবর

পুলিশ জানায় গতকাল মনোনয়ন পর্ব শেষে বাড়ি ফিরে ভোট প্রচারে বেরিয়েছিলেন তৃনমূলের অঞ্চল সভাপতি মোজাম্মেল হক। মিছিল হজ বিবি ডাঙা গ্রামে পৌঁছতেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয়রা। বিক্ষোভ আন্দোলন পরিনত হয় গণপিটুনিতে। তৃনমূল প্রতিরোধ করলে নেতাকে লক্ষ্য করে পর পর দু’রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন মোজাম্মেল।

১২ ঘন্টা বন্ধ

গত রাতেই ঘটনাস্থলে পৌঁছায় তৃণমূল বিধায়ক তথা তৃণমূলের জঙ্গিপুর সাংগঠনিক জেলা চেয়ারম্যান কানাইচন্দ্র মণ্ডল। তিনি দাবি করেন,এই ঘটনার পেছনে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা রয়েছে। অন্যদিকে তৃণমূল নেতা খুনের প্রতিবাদে শুক্রবার ১২ ঘণ্টার নবগ্রাম বনধের ডাকও দিয়েছেন তিনি। ইতিমধ্যে ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।এলাকায় রয়েছে উত্তেজনা।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *