নিউজডেস্ক: চোপড়া ব্লকের ঘিরনিগাঁও অঞ্চল এখন কার্যত তৃণমূল শূন্য এবং দাসপাড়া ও ঘিরনিগাঁও অঞ্চলের তৃণমূল প্রার্থীরা আজ ভয়ে লুকিয়ে চোপড়ায় নমিনেশন জমা দিচ্ছেন বলে দাবি করলেন সিপিএম কংগ্রেস নেতৃত্ব।

বুধবার ঘিরনিগাঁও অঞ্চলের তৃণমূলের সভাপতি আসরাফুল হক সহ হাজার খানেক তৃণমূল কর্মী লক্ষ লক্ষ টাকার বিনিময়ে তৃণমূল ভোটের টিকিট বিক্রি করছে এমনই অভিযোগ তুলে তথা নমিনেশন ও ভোটে জেতার চ্যালেঞ্জ জানিয়ে যোগ দিলেন বাম-কংগ্রেস জোটে।
মঙ্গলবার সন্ধ্যায় চোপড়া ব্লকের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ হতেই দিকে দিকে ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে, শাসক দলের বহু নেতা কর্মী গোপনে বাম-কংগ্রেস নেতৃত্বদের সাথে যোগাযোগ করছে বলে শোনা যাচ্ছে।


তবে ঘিরনিগাঁও অঞ্চলের এই ঘটনায় হতবাক ব্লকের রাজনৈতিক মহল।
আজ যৌথ মিছিল থেকে বাম-কংগ্রেস নেতৃত্ব তৃণমূলের উদ্দেশ্যে চ্যালেঞ্জ দিয়ে জানান – নমিনেশন হবে, তৃণমূলের ক্ষমতা নেই আটকাবে, চোপড়ায় নমিনেশন আটকালে দাসপাড়া ও ঘিরনিগাঁও অঞ্চলে সকল তৃণমূল প্রার্থীদের হয় মনোনয়ন প্রত্যাহার করতে হবে নইলে ঘরছাড়া হতে হবে।

এই যোগদান কর্মসূচীতে উপস্থিত ছিলেন বর্ষিয়ান কংগ্রেস নেতা অশোক রায়, সিপিএমের এরিয়া কমিটির সম্পাদক বিদ্যুৎ তরফদার সহ বহু নেতৃত্ব।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *