নিউজডেস্ক: উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহকারি সভাধিপতি ফরহাদ বানু এবং তার স্বামী উত্তর দিনাজপুর কোর কমিটির সদস্য জাভেদ আকতার তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন। দলত্যাগিদের হাতে কংগ্রেসের পতাকা তুলে দেন চাকুলিয়ার কংগ্রেস নেতা আলি ইমরান রমজ। এদিন তৃণমূল কংগ্রেস ছেড়ে দেবার পর জাভেদ আকতার জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালকে একহাত নেন।
জাভেদবাবু বলেন, জেলা সভাপতি জেলা থেকে তৃণমূল কংগ্রেসকে তুলে দিয়ে বিজেপিতে যোগ দেবেন। তার এই কার্যকলাপ দলের নেতা কর্মিরা ভাল করেই বুঝেছেন। তৃণমূল কংগ্রেসের দলনেত্রী মমতা ব্যানার্জীর উদ্দেশ্যে জাভেদের বার্তা ,তিনি দলছেড়ে অন্য দলে যোগ দিলেও দলনেত্রীর প্রতি তার শ্রদ্ধা থাকছে। তার ছবি ধুলো মিটিয়ে যাবে এটা তিনি চান না।
অন্যদিকে জেলা পরিষের প্রাক্তন সহকারি সভাধিপতি ফরহাদ
বানুকে কংগ্রেস প্রার্থী করার কথা ঘোষনা করল। আজই তিনি মনোনয়নপত্র দাখিল করবেন।
- ভ্রমণে ভিয়েতনাম
- সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উদ্যোগে প্রয়াত CPIM নেত্রী সুরভী মুন্ডার স্মৃতিতে স্বাস্থ্য পরীক্ষা শিবির ইসলামপুরে
- স্ত্রীকে খুনের ঘটনায় অভিযুক্ত স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড
- পথ দুর্ঘটনার গুরুতর আহত বাইক চালক
- টি বোর্ডের নির্দেশিকা অমান্য করে চোপড়ায় চলছিল চা পাতা তোলার কাজ, অভিযোগ ক্ষুদ্র চা চাষীদের।