নিউজডেস্ক: রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশে ১৪৪ ধারা মোতায়েন ইসলামপুর বিডিও অফিস চত্বরে। চলছে তৃতীয় দিনের নমিনেশন পর্ব। সকল এগারোটা থেকে বিকেল তিনটে পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলগুলি নমিনেশন জমা করবেন। সেই নমিনেশন প্রক্রিয়া অবাধ ও শান্তিপূর্ণ করতে মোতায়েন করা হয়েছে ইসলামপুর পুলিশ জেলার বিশাল পুলিশ বাহিনী।
সেই কারণে ইসলামপুর থানার আইসি সন্দীপ চক্রবর্তী বিশাল পুলিশ বাহিনী নিয়ে ইসলামপুর বিডি অফিস চত্বরে আসেন। রাজনৈতিক দলগুলি নমিনেশন প্রক্রিয়ার ডিসিআর কাটার জন্য ভিডিও অফিসে এসেছেন
এবং সেই কারনে সেই এলাকায় প্রচুর সংখ্যক রাজনৈতিক সমর্থকদের ভিড় জমে যায়।
সেই ভিড়কে সরানোর জন্য ইসলামপুর থানা আইসি বিশাল পুলিশ বাহিনী দিয়ে সরিয়ে দেন। বর্তমানে নমিনেশন প্রক্রিয়ার সুষ্ঠুভাবে চলছে এবং পুলিশ প্রশাসন বিডিও অফিস চত্বরে মোতায়ন রয়েছে।
- ভ্রমণে ভিয়েতনাম
- সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উদ্যোগে প্রয়াত CPIM নেত্রী সুরভী মুন্ডার স্মৃতিতে স্বাস্থ্য পরীক্ষা শিবির ইসলামপুরে
- স্ত্রীকে খুনের ঘটনায় অভিযুক্ত স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড
- পথ দুর্ঘটনার গুরুতর আহত বাইক চালক
- টি বোর্ডের নির্দেশিকা অমান্য করে চোপড়ায় চলছিল চা পাতা তোলার কাজ, অভিযোগ ক্ষুদ্র চা চাষীদের।