নিউজডেস্ক: ভালোবাসার পরিনতি বিয়ে জীবনের একটি রঙিন স্বপ্ন। সেই স্বপ্ন পূরণ হয়েছিল ওদের।ওরা বলতে লোকেশ্বর ও বিবুষ্ণিয়া।দুজনেই পেশায় চিকিৎসক। সবে মাত্র সাত পাকে বাঁধা পরে তারা। এরপর মধুচন্দ্রিমায় গিয়েছিল ইন্দোনেশিয়ার বালিতে। স্বপ্নের মতো সুন্দর শহরে গিয়ে ফেরা হলো ওদের আর দেশে।সমুদ্রে ওয়াটার বাইক উলটে মৃত্যু হল চিকিৎসক দম্পতির।
জানা গিয়েছে, মৃতদের নাম লোকেশ্বরণ এবং বিবুষ্ণিয়া। তাঁরা চেন্নাইয়ের বাসিন্দা। ১ জুন গাটছড়া বেঁধেছিলেন তাঁরা। দু’জনেই পেশায় চিকিৎসক। বিয়ের পর মধুচন্দ্রিমা উপলক্ষ্যে ইন্দোনেশিয়ার বালিতে গিয়েছিলেন তাঁরা। পুলিশ সূত্রে খবর, বালির সমুদ্রে ওয়াটার বাইক নিয়ে ফটোশুট করছিলেন দম্পতি। তখনই ওয়াটার বাইক উল্টে দুর্ঘটনায় তাঁদের মৃত্যু হয়।
প্রাথমিক তদন্তে যা জানা গেছে ,ঐ দম্পতি সমুদ্রে ওয়াটার বাইকে চড়ছিলেন। সেইসময় ফটোশুট চলছিল। আচমকাই ওয়াটার বাইক দু’জনকে নিয়ে সমুদ্রের গভীরে চলে যায়। এরপর উলটে যায় বাইকটি। স্বামী, স্ত্রী দু’জনেই সমুদ্রের জলে তলিয়ে যান। শুক্রবার যুবকের দেহ ও শনিবার তরুণীর দেহ উদ্ধার হয়।
মর্মান্তিক এই দুর্ঘটনার খবর পেয়ে বালিতে পৌঁছোয় দম্পতির পরিবারের সদস্যরা। দেহ চেন্নাইতে নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু বালি থেকে সরাসরি চেন্নাইয়ের কোনও বিমান না থাকায় দেহ দু’টি মালয়েশিয়া হয়ে চেন্নাইতে এসে পৌঁছোবে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
- SIR শুনানি ঘিরে উত্তেজনা চাকুলিয়া ব্লক অফিসে, ভাঙচুর–অগ্নিসংযোগের পর কড়া পুলিশি প্রহরায় ফের শুরু শুনানি

- ছাড়াছাড়ি

- সংক্রান্তি

- ইসলামপুর শ্রীকৃষ্ণপুরে চায়ের দোকানে দুস্কৃতিদের তাণ্ডব, মারধোর ও লুটের অভিযোগ—পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ স্থানীয়দের

- ভোটারদের আতঙ্ক! SIR শুনানি নোটিশের বিরুদ্ধে ফুঁসছে চাকুলিয়া—রাস্তায় নেমে রাজ্য সড়ক অবরোধ
