নিউজডেস্ক: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুন্তল ঘোষকে মুখোমুখি বসিয়ে নিয়োগ দুর্নীতির মামলায় জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে ইঙ্গিত দিল CBI । খবর অনুযায়ী , অভিষেক জানিয়েছে তিনি কুন্তলকে চেনেন না। উল্টো দিকে কুন্তলের চিঠি এই সকল ব্যাপারে আসল সত্যি কি তা জানতেই মুখোমুখি বসানো হতে পারে দুজনকে। কলকাতা হাইকোর্টের নির্দেশে ইতিমধ্যে প্রেসিডেন্সি জেলে গিয়ে কুন্তলকে জেরা করেছে CBI।
CBI এর তরফে খবর, দরকারে আদালতে আবেদন করে কুন্তল ঘোষকে হেপাজতে নিতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর তখনই সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের মুখোমুখি বসিয়ে কুন্তলকে আবার জেরা করা হতে পারে বলে খবর। এছাড়াও একি বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে সাংসদকেও। CBI তরফে দাবি অভিষেককে জিজ্ঞাসাবাদ করার উপরে কোনোরকম নিষেধাজ্ঞা এখনো দেয়নি হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট ।
প্রসঙ্গত, গত শনিবার অভিষেককে প্রায় ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে CBI।মূলত কুন্তলের চিঠি যা গত ৩১ মার্চ আলিপুরের বিশেষ আদালতের বিচারক এবং কলকাতা পুলিশের হেস্টিংস থানায় দিয়ে দাবি করেছিলেন, CBI ও ED তাঁকে চাপ দিয়ে অভিষেকের নাম বলিয়ে নেওয়ার চেষ্টা করছে। এই প্রসঙ্গেই মূলত সেদিন জিজ্ঞাসাবাদ করা হয় অভিষককে।
- রামগঞ্জ এলাকায় বাইক ও ছোটো গাড়ির সংঘর্ষে মৃত এক
- নতুন করে ইসলামপুর গ্রাম পঞ্চায়েতে রথযাত্রা শুরু করলো পঞ্চায়েত প্রধান ও প্রতিনিধিরা
- ২১ শেষ জুলাইয়ের প্রস্তুতি শুরু ইসলামপুর
- তামান্না হত্যায় দোষীদের শাস্তির দাবিতে পথসভা কংগ্রেসের
- ঘরের কাছেই