নিউজডেস্ক: উত্তর দিনাজপুর জেলার কানকি প্রমোদ দাসগুপ্ত মেমোরিয়াল হাইস্কুলের ছাত্র আবু সামা উচ্চমাধ্যমিকে দ্বিতীয় স্থান অধিকার করেছে রাজ্যে । আবুর সাফল্যে উচ্ছসিত বিদ্যালয়ের শিক্ষক থেকে ছাত্ররা।ছেলের সাফল্যে খুশী বাবা জাহিরুদ্দিন। আবু রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান পেয়ে বিদ্যালয়ের মুখ উজ্বল করেছে। সে যাতে মানুষের মত মানুষ হতে পারে এই কামনা করেন বিদ্যালয়ের শিক্ষক সঞ্জয় সিনহা।
কঠোর পরিশ্রমের ফলে এই সাফল্য এসেছে। এই সাফল্যের জন্য বাবা মা এবং শিক্ষক শিক্ষিকার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। আবু সানা জানান আগামী দিনে তার ইচ্ছা ইউপিএসসি পরীক্ষায় বসে ভালো ফলাফল করার।আবু সানার বাবা জাহির উদ্দিন জানান তার ছেলে খুবই কষ্টের মধ্য দিয়ে পড়াশোনা করেছে। অর্থের অভাবে গৃহ শিক্ষক পর্যন্ত তিনি দিতে পারেননি তাকে। তবুও তার আদম্য লড়াই ও জেদের বসে আজ উচ্চমাধ্যমিকে ভালো ফলাফল করেছে।
এদিকে আবু সামা জানায় , পরীক্ষার আগে সে ৮ থেকে ৯ ঘন্টা পড়াশোনা করতো। তার প্রথম থেকে ইচ্ছা ছিল বিজ্ঞান নিয়ে পড়াশোনা করার কিন্তু অর্থের অভাবের জন্য সেটা আর হয়ে ওঠেনি। সেই তার কোন গৃহশিক্ষক ছাড়াই এই সাফল্য অর্জন করতে পেরেছে। সে জানায় তার ইচ্ছে ছিল প্রথম হওয়ার কিন্তু সে হতে পারেনি। তবে যেটা হতে পেরেছে তাতে সে ভীষন খুশি।
- SIR শুনানি ঘিরে উত্তেজনা চাকুলিয়া ব্লক অফিসে, ভাঙচুর–অগ্নিসংযোগের পর কড়া পুলিশি প্রহরায় ফের শুরু শুনানি

- ছাড়াছাড়ি

- সংক্রান্তি

- ইসলামপুর শ্রীকৃষ্ণপুরে চায়ের দোকানে দুস্কৃতিদের তাণ্ডব, মারধোর ও লুটের অভিযোগ—পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ স্থানীয়দের

- ভোটারদের আতঙ্ক! SIR শুনানি নোটিশের বিরুদ্ধে ফুঁসছে চাকুলিয়া—রাস্তায় নেমে রাজ্য সড়ক অবরোধ
