নিউজডেস্ক: প্রত্যুষা দাম উচ্চ মাধ্যমিকের নবম স্থান অধিকার করে ইসলামপুরের নাম উজ্জ্বল করল। প্রত্যুষা দাম ইসলামপুর গালর্স হাই স্কুলের ছাত্রী। বাড়ি ইসলামপুর শহরের শিবডাঙি পাড়ায়। তার প্রাপ্ত নম্বর ৪৮৮। রাজ্যে সম্ভাব্য নবম স্থান অর্জন করায় ভ খুশি গোটা পরিবার।
প্রত্যুষা বলে তার এই রেজাল্ট সে আশা করেননি। ভালো রেজাল্ট হবে তবে তা যে তাকে নবম স্থান পাইয়ে দেবে তা ভাবতে পারেনি। খুশি তার মা সুতপা দাম। তিনি বলেন, এতটা ভালো করবে ভাবতে পারেনি তবে যথেষ্টই খুশি অনুভব হচ্ছে। মেয়ে বড় হয়ে শিক্ষিকা হতে চায়। বাবা প্রদীপ কুমার দাম বলেন, আমি ভেবেছিলাম মেয়ে স্থান গ্রহণ করবে উচ্চমাধ্যমিকে। সে করেছেও। তাই খুব আনন্দ অনুভব করছি। স্থানীয় কাউন্সিলর মানিক দত্ত ও অর্পিতা দত্ত পাড়ার মেয়ের এই সাফল্যে তাকে সম্বর্ধনা জ্ঞাপন করেন।
- ভ্রমণে ভিয়েতনাম
- সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উদ্যোগে প্রয়াত CPIM নেত্রী সুরভী মুন্ডার স্মৃতিতে স্বাস্থ্য পরীক্ষা শিবির ইসলামপুরে
- স্ত্রীকে খুনের ঘটনায় অভিযুক্ত স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড
- পথ দুর্ঘটনার গুরুতর আহত বাইক চালক
- টি বোর্ডের নির্দেশিকা অমান্য করে চোপড়ায় চলছিল চা পাতা তোলার কাজ, অভিযোগ ক্ষুদ্র চা চাষীদের।