নিউজডেস্ক : আসন্ন পঞ্চায়েত ভোটকে সামনে রেখে রাজ্য জুড়ে তৃনমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দোপাধ্যায় নব জোয়ার নিয়ে জেলায় জেলায় ঘুরছেন। অন্য দিকে তৃনমূল কংগ্রেসের জেলা নেতৃত্বরা পঞ্চায়েত ভোটের আগে ফের একবার সংগঠনকে চাঙ্গা করার কাজ।
সেই মতোই আজ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের রেলগেট সংলগ্ন ব্লক তৃনমূল পার্টি অফিসে সাংগঠনিক সভা আয়োজন হয় INTTUC তরফ থেকে।এদিনের সভাতে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের ব্লক সভাপতি নিতাই বৈশ্য, ব্লক তৃনমূল নেতা বাপ্পা সরকার, জেলা তৃনমূলের চেয়ারম্যান শচিন সিংহ রায়,INTTUC সভাপতি রামদেব সাহানি সহ অনেকেই।
আসন্ন পঞ্চায়েত ভোটে মানুষের আশীর্বাদ নিয়ে পঞ্চায়েতে সব কটি আসন জয় করতে আগেভাগেই মাঠে নেমেছে INTTUC এমনটাই দাবি সংগঠনের কর্মীদের।
- ভ্রমণে ভিয়েতনাম
- সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উদ্যোগে প্রয়াত CPIM নেত্রী সুরভী মুন্ডার স্মৃতিতে স্বাস্থ্য পরীক্ষা শিবির ইসলামপুরে
- স্ত্রীকে খুনের ঘটনায় অভিযুক্ত স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড
- পথ দুর্ঘটনার গুরুতর আহত বাইক চালক
- টি বোর্ডের নির্দেশিকা অমান্য করে চোপড়ায় চলছিল চা পাতা তোলার কাজ, অভিযোগ ক্ষুদ্র চা চাষীদের।