নিউজডেস্ক: ফেসবুকের ( Facebook )ভালো মন্দ নিয়ে যতই কচলাকচলি হোক না কেন এই পরিবারের কাছে কিন্তু আশীর্বাদ হয়ে থাকলো ফেসবুক। যদিও তারা ফেসবুক কি আদেও তা জানে কি না সন্দেহ আছে। তবে ফেসবুক যে সন্তান ফিরিয়ে দিয়েছে এতবছর পর তাতেই আত্মহারা পরিবার।
৮ বছর আগে হারিয়ে গিয়েছিল মানসিক ভারসাম্যহীন ছেলে। যে ছেলেকে এতদিন বাদে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা বৃদ্ধ বাবা মা। পুলিশ ও সূত্রে জানা গিয়েছে,চাঁচলের সাহুরগাছি গ্রামের বাসিন্দা শেখ লালুয়া(৩২) মানসিক ভারসাম্যহীন অবস্থায় নিখোঁজ হয়।কিছুদিন আগে নদীয়া জেলার ফুলিয়া এলাকায় ভবঘুরে অবস্থায় রাস্তার ধারে, ফুটপাতে দিন কাটছিল লালুয়ার।
গত প্রায় দুই সপ্তাহ আগে ওই এলাকার এক সহৃদয় মহিলার নজরে পড়ে লালুয়ার করুন দশা।তার সঙ্গে কথা বলে মহিলা মৌসুমী দাস জানতে পারে লালুয়া মালদার বাসিন্দা।তারপরেই তিনি লালুয়ার অসহায় চিত্র ক্যামেরা বন্দী তার সন্ধানের উদ্দেশ্য সামাজিক মাধ্যমে(ফেসবুক)পোষ্ট করে।মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও।নজরে আসে মালদার একটি স্বেচ্ছাসেবী সংস্থা তারাশঙ্কর চ্যারিটির সদস্যদের।তারাই নদীয়া থেকে করুন অবস্থায় তাকে উদ্ধার মালদায় আনে।মঙ্গলবার চাঁচল থানার আইসি পুর্নেন্দু কুন্ডু ও স্বেচ্ছাসেবী সংস্থার কর্নধার তারাশঙ্কর রায় ঐ যুবককে পরিবারের হাতে তুলে দেয়।
- ভ্রমণে ভিয়েতনাম
- সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উদ্যোগে প্রয়াত CPIM নেত্রী সুরভী মুন্ডার স্মৃতিতে স্বাস্থ্য পরীক্ষা শিবির ইসলামপুরে
- স্ত্রীকে খুনের ঘটনায় অভিযুক্ত স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড
- পথ দুর্ঘটনার গুরুতর আহত বাইক চালক
- টি বোর্ডের নির্দেশিকা অমান্য করে চোপড়ায় চলছিল চা পাতা তোলার কাজ, অভিযোগ ক্ষুদ্র চা চাষীদের।