নিউজডেস্ক: কবে খুলবে রাজ্যের সরকারি শিক্ষা প্রতিষ্ঠান? এই প্রশ্নই এখন ঘুরে বেরাচ্ছে সকলের মুখে মুখে। গরমের কারনে এবছর রাজ্যের গ্রীষ্মের ছুটি(summer vacation) এগিয়ে এনেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি মাসের ২ তারিখ থেকে রাজ্যে শুরু হয়েছে গরমের ছুটি। ছুটির নির্দেশ জারি হলেও হয়নি ছুটি শেষের দিন ঘোষনা। আর এই নিয়েই জোর চর্চা শুরু সব মহলেই।

সোশ্যাল মিডিয়া, ইউটিউব সর্বত্র একটি তারিখ ঘুরে বেড়াচ্ছে যেখানে বলা হচ্ছে ১৪ ই জুন স্কুল খোলার সম্ভাবনা রয়েছে রাজ্যে। আসলে এই তারিখ টি ১৮ ই মে কলকাতা হাইকোর্টে স্কুলে বদলি সংক্রান্ত বিষয়ে একটি মামলা চলাকালীন বিচারক হরশ টেন্ডন ও প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে একটি মামলা চলছিল। সেখানেই বিচারকরা রাজ্যের এডভোকেট জেনারেলকে প্রশ্ন করেন কবে খুলবে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান গুলো? ভৎসনার সুরে বিচারক জানতে চান এভাবে কি অনির্দিষ্টকালের জন্য বিদ্যালয় বন্ধ রাখা যায়? তখনি রাজ্যের এডভোকেট জেনারেল জানান ১৪ই জুনের পর যে কোনোদিন বিদ্যালয় খুলতে পারে।

অর্থাৎ রাজ্যের বিদ্যালয় গুলোতে গ্রীষ্মের ছুটি (summer vacation) ১৪ ই জুনের পর যে কোনোদিন খুলে যাবে। অন্তত এমনটাই দাবি রাজ্যের এডভোকেট জেনারেলের।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *