এদিন সকাল ৬টা নাগাদ রথবাড়ি এলাকায় নেতাজি পুরবাজারে বাজির দোকানে আগুন লাগে। দোকানে মজুত থাকা বাজিতে একের পর এক বিস্ফোরণের আওয়াজ শোনা যায় বলে স্থানীয়দের দাবি। স্থানীয়রা জানান,বাজারে ফল পাকানোর কার্বাইডের পাশাপাশি বাজিও মজুত থাকে বাজারে। সেখান থেকেই কোনও রকম ভাবে আগুন লেগে থাকতে পারে বলে অনুমান দমকলের। দোকানে প্রচুর পরিমানে বাজি মজুত করা ছিল। সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের চারটি দোকানে।
জানা গিয়েছে, এদিন সকাল ৬ টা নাগাদ মালদার এলাকার নেতাজি পুর বাজারের আগুনের শিখা চোখে পড়ে স্থানীয়দের। এরপরই ঘটতে থাকে একের পর এক বিস্ফোরণ। এলাকাটি ঘিঞ্জি হওয়ায় ছড়িয়ে পড়ে আগুন। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। দোকানের শাটার ভেঙে দমকলকর্মীরা ভিতর থেকে উদ্ধার করে এক ব্যক্তির ঝলসানো দেহ। জানা গিয়েছে মৃতের নাম মংলু। পেশায় ভ্যানচালক।
শেষ পাওয়া খবর অনুযায়ী,ঘটনাস্থলে ৫টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন। আগুন এখনও পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি বলে খবর।মনোজ ঘোষ নামে এক কর্তব্যরত দমকল কর্মী অসুস্থ হয়ে পড়েন।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ও অতিরিক্ত জেলাশাসক বৈভব চৌধুরী। অতিরিক্ত জেলাশাসক বলেন,“এখনই কিছু বলা যাবে না। উদ্ধার কাজ চলছে। ”
উল্লেখ্য, এই নিয়ে গত ছয় দিনে, রাজ্যের চার জেলায়, বিস্ফোরণের ঘটনায় প্রাণ গেল ১৫ জনের। প্রায় ৪০ হাজার কেজি বেআইনি বাজি উদ্ধার হয়েছে।