নিউজডেস্ক: এই মুহুর্তে রাজ্যে সবচেয়ে বড়ো খবর হল পঞ্চায়েত ভোটের আগেই রাজ্য পুলিশের নির্দেশে ইসলামপুর, চোপড়া সহ বেশ কয়েকটি থানায় IC পদে রদবদল । গতকাল রাজ্য পুলিশের তরফ থেকে এই বদলির নির্দেশিকা জারি করা হয়েছে। উত্তরদিনাজপুর জেলার ইসলামপুর থানার আইসি পদে থাকা শমীক চট্টোপাধ্যায়কে পূর্ব বর্ধমানের কোর্ট ইনস্পেক্টর হিসেবে বদলি করা হয়েছে। শমীক চট্টোপাধ্যায়ের স্থানে ইসলামপুর থানার নতুন IC হচ্ছেন সন্দীপ চক্রবর্তী। অন্য দিকে গোয়ালপোখরের সার্কেল ইনস্পেক্টর পদে থাকা সঞ্জয় দাসকে চোপড়া থানার IC করে আনা হচ্ছে।

বাঁকুড়ার ডিইবি ইনস্পেক্টর হিসেবে বদলি করা হয়েছে চোপড়ার বর্তমান IC হেমন্ত শর্মাকে। চাকুলিয়া থানার আইসি প্রশান্ত চামলিংকে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে বদলি করে সেই জায়গায় পিনাকী সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে। গোয়ালপোখর থানার নতুন IC হচ্ছেন ওমর ফারুক। গোয়ালপোখরের বর্তমান IC চনয় ঘোষকে পশ্চিম মেদিনীপুরের জেলা গোয়েন্দা শাখায় বদলি করা হয়েছে। বরুণ শেঠ হচ্ছেন গোয়ালপোখরের নতুন সার্কেল ইনস্পেক্টর।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *