নিউজডেস্ক: কয়েকদিন আগেই কালিয়াগঞ্জের নাবালিকার মৃত্যুর ঘটনায় উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। সেই ঘটনাকে কেন্দ্র করে মৃত্যু হয়েছিল একজন নিরপরাধ যুবকের। জারি হয়ে ছিল ১৪৪ ধারা। কালিয়াগঞ্জের সেই নাবালিকার রহস্যমৃত্যুর সত্য উদঘাটনের জন্য হাইকোর্ট সিট গঠনের নির্দেশ দিয়েছিল। এবার সেই সিট গঠনের সিদ্ধান্তের বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হল রাজ্য সরকার ।গতকাল অর্থাৎ বুধবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার।

কালিয়াগঞ্জে শান্তি মিছিল শেষে বক্তব্য রাখছেন মীনাক্ষী মুখার্জি
https://youtube.com/shorts/LZaNKSJX-Bc?feature=share

জানা গিয়েছে, কালিয়াগঞ্জের নাবালিকার রহস্য মৃত্যুর ঘটনার তদন্তে দময়ন্তী সেনের সাথে সিটে দুজন অবসরপ্রাপ্ত অফিসারকে রাখার নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। বিচারকের সেই সিদ্ধান্তকেই কার্ষত চ্যালেঞ্জ করেছে রাজ্য সরকার।সরকারের বক্তব্য, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কোনও অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার তদন্ত করতে পারেন না। তাই ওই নির্দেশ খারিজ করার আবেদন জানিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে রাজ্য। এবিষয়ে দ্রুত শুনানির আবেদন করা হয়। যদিও সেই আবেদন খারিজ করে কোর্ট।

আগুন কেড়ে নিলো সর্বস্ব

প্রসঙ্গত, কালিয়াগঞ্জে নাবালিকার রহস্য মৃত্যুর তদন্ত ভার দেওয়া হয় প্রথমে CID কে। কিন্তু জাস্টিস মান্থার নির্দেশে তদন্তের জন্য সিট গঠন করা হয়। মান্থার নির্দেশে তদন্তের প্রয়োজনে পূর্ণ ক্ষমতা দেওয়া হয় সিটকে।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *