নিউজডেস্ক: নিয়োগ দূর্নীতি মামলায় ইতিমধ্যেই কারাবাসে আছে অভিষেক ঘনিষ্ঠ কুন্তল ঘোষ। সেই কুন্তল ঘোষ ও অভিষেক বন্দোপাধ্যায়কে কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় ২৫ লক্ষ টাকা করে মোট ৫০ লক্ষ টাকা জরিমানা করলো জাস্টিস অমৃতা সিনহা্। এদিন জাস্টিস অমৃতা সিনহা সিবিআই ও ইডিকে শুধু অভিষেক বন্দোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করাই নয় বরং তার সাথে ২৫ লক্ষ টাকার জরিমানাও করেছে। আজ হাইকোর্টের রায়দানের পর সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা জানিয়েছেন।সূত্রের খবর, দুর্গাপুরের ক্যাম্প থেকে আইনজীবীদের সঙ্গে এ বিষয়ে কথাও বলেছেন অভিষেক। অর্ডার কপি হাতে পেলেই দ্রুত সুপ্রিম কোর্টে মামলা দায়ের হবে।
প্রসঙ্গত, গত ১২ এপ্রিল নিয়োগ দুর্নীতি সংক্রান্ত এক মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় মন্তব্য করেন, অভিষেক বন্দোপাধ্যায় এবং কুন্তল ঘোষকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত CBI, ED-র।
এরপর অভিষেক বন্দোপাধ্যায় সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেলে সর্বোচ্চ আদালতের নির্দেশে এই মামলার এজলাস বদল হয়। মামলা বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে গেলে তিনিও গত ৮ই মে, নিয়োগ দূর্নীতি মামলায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় বহাল রাখেন এবং তদন্তে সহযোগিতা করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্যা কোথায় সেই প্রশ্ন তোলেন।
- দুঃসাহসিক চুরি! ইসলামপুর কলেজ মোড়ে পরপর দুটি দোকান ফাঁকা, আতঙ্কে এলাকা
- ১৩৭ বছরে পা দিল চোপড়ার ঐতিহ্যবাহী অষ্টমী দুর্গাপূজা, শুরু জোহরা মেলা
- দুষ্কৃতীদের দৌরাত্ম্যে আতঙ্ক ইসলামপুরে, মহিলাদের সুরক্ষায় সরব পঞ্চায়েত প্রধান অসীমা পাল
- ভাসছে নর্দমা, দূষিত জলে ছড়াচ্ছে কলেরা, হু হু করে ভরছে হাসপাতাল — দিল্লিতে বাড়ছে আতঙ্ক
- উত্তর দিনাজপুরে ৪ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রফিক, উদ্বিগ্ন পরিবার — তথ্য পেলে যোগাযোগের অনুরোধ