নিউজডেস্ক: কর্নাটকের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের সময় ছিল টানটান উত্তেজনা। বেলা বাড়ার সাথে সাথে পরিস্কার হয়ে যায় চিত্র। বিজেপিকে হারিয়ে ১৩৫ আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে কংগ্রেস। আনন্দে উচ্ছ্বসিত হয়ে পরে কংগ্রেসের নেতা কর্মীরা।

https://youtube.com/shorts/LZaNKSJX-Bc?feature=share
বিয়ে বাড়ির চরম অশান্তির সেই ভিডিও ভাইরাল

তবে এরপরই তৈরি হয় এক জটিলতা। সিদ্দারামাইয়া না ডিকে শিবকুমার কে হবে কর্নাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী? কংগ্রেসের এই জয়ের মূল কৃতিত্ব এই দুইজনেরই। দুজনেই দলের গুরুত্বপূর্ণ নেতা। তাই জট কাটাতে দিল্লিতে দুজনের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধি সহ অন্য শীর্ষ নেতারা। যদিও শিবকুমারের অনড় মনোভাবের কারণে মঙ্গলবার কোনও সিদ্ধান্ত হয়নি। এদিন ফের মুখ্যমন্ত্রীর পদ নিয়ে দীর্ঘ আলোচনা হয়। কংগ্রেস সূত্রের খবর, ফের সিদ্দারামাইয়ার ওপরই ভরসা রাখছে চাইছে দল। এমনটাই খবর সর্বভারতীয় সংবাদ সংস্থার।

শিক্ষককে মানসিক অত্যাচার স্কুল কতৃপক্ষের

প্রবীণ কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া ফের মুখ্যমন্ত্রী হচ্ছে এই খবর চাউর হতেই খুশিতে মেতে উঠেছে ওনার অনুগামীরা। বেশিরভাগ বিধায়কই তাঁকে রাজ্যের মুখ্যমন্ত্রী পদে দেখতে চাইছেন বলে খবর। এর আগেও মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন সিদ্দারামাইয়া। খবর অনুযায়ী বৃহস্পতিবারই শপথগ্রহণ অনুষ্ঠান হতে চলছে।

সিপিএমে ভরসা পাচ্ছে তৃনমূল ছেড়ে আসারা

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *