নিউজডেস্ক : উত্তর দিনাজপুর জেলার পাঞ্জিপাড়ায় নালা ভরাট করে অবৈধ নির্মানের অভিযোগ। মঙ্গলবার পুলিসের হস্তক্ষেপ নির্মান কাজ বন্ধ করা হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাসিন্দারা জানিয়েছে, বর্ষার সময় বিহারের মহানন্দা নদী ফুলেফেঁপে পাঞ্জিপাড়া এলাকায় ঢোকে। সেসময় ওই নালা দিয়েই জল বেড়িয়ে যায়। স্থানীরা এই নালাকে ‘সুধা নদী’ নামে জানে। কিন্তু সেই নালা বা সুধা নদীর ওপর নির্মান হচ্ছে। এভাবে নির্মান হলে বর্ষার সময় জল বেরহতে পারবে না। ফলে বর্ষার জলে ডুবে থাকবে গোটা পাঞ্জিপাড়া এলাকা। এই ঘটনা নিয়ে রাজনৈতিক মহলেও চর্চা শুরু হয়েছে।

তৃনমূল ও বিজেপি ছেড়ে ৭০ টি পরিবার লাল পতাকা তুলে নিলেন হাতে

জমির মালিকের দাবি:

জমি মালিক মহম্মদ গুড্ডু বলেন, জমির কাগজপত্র আমার কাছে আছে। জল নিকাশির জন্য কিছু জায়গা আমি ছারতেও রাজি আছি। কিন্ত তার পরেও পুলিশ আমার কাজ বন্ধ করে দিচ্ছে। তার অভিযোগ, তৃণমূল নেতাদের অঙ্গুলি হেলনে পুলিশ কাজ আটকেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাওয়ারও হুমকি দিয়েছেন গুড্ডু সাহেব।
স্থানীয় কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, নদীতে নির্মান হলে বর্ষার সময় ঘরবাড়ি, কৃষি ফসল জলের তলায় চলে যাবে। এতে আর্থিক ক্ষতির মুখে পরবে বহু মানুষ।

স্কুল কতৃপক্ষের বিরুদ্ধে শিক্ষকে মানসিক অত্যাচারের অভিযোগ

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *