নিউজডেস্ক: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে পরেশকন্যা অঙ্কিতা অধিকারীর জায়গায় চাকরি পেয়েছিলেন ববিতা সরকার। দীর্ঘ চারবছর আইনি লড়াই করে শিক্ষকতার চাকরি পেয়েছিলেন তিনি । আদালতের যে কক্ষে বসে শুনেছিলেন চাকরি পাওয়ার কথা শুনেছিলেন এবার সেই কক্ষে বসেই চাকরি বাতিলের নির্দেশ শুনে কান্নায় ভেঙে পরলেন ববিতা।

৭০ টি পরিবার সিপিএমে যোগ দিলো তৃনমূল, বিজেপি ছেড়ে।

তিন সপ্তাহের মধ্যে চাকরির নির্দেশ:

ববিতার জায়গায় এবার চাকরি পেলেন অনামিকা রায়। শিলিগুড়ির অনামিকা ববিতার অ্যাকাডেমিক স্কোর কমের অভিযোগ তুলে মামলা করেছিলেন । মঙ্গলবার সেই মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চের নির্দেশে চাকরি বাতিল হয় ববিতার।এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় ববিতার চাকরি বাতিল করার জন্য মধ্যশিক্ষা পর্ষদকে নির্দেশ দিয়েছেন এবং তাঁর জায়গায় মামলাকারী অনামিকা রায়কে তিন সপ্তাহের মধ্যে চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এছাড়াও বাড়ি থেকে ২০ কিলোমিটারের মধ্যে স্কুল দেওয়ার নির্দেশও দিয়েছে আদালত।

আমাদের চাকরি কেনো বাতিল হবে?

‘চাকরি কেড়ে নেওয়াটা মোটেও কাম্য নয়’ – ববিতা সরকার

অন্য দিকে চাকরি হারিয়ে ববিতা বলেন “দীর্ঘদিন আমাকে বিভিন্ন চাপের সম্মুখীন হতে হয়েছে। সব কিছুর উর্ধে উঠে মহামান্য আদালতের রায়কে গ্রহণ করে চাকরি জোগাড় করেছি। এছাড়াও আমি আমার বাড়ি পার্শ্ববর্তী এলাকায় চাকরি চাইনি। যেখানে চাকরি দেওযা হয়েছে সেখানেই করেছি। এরপরও চাকরিটা চলে গেল আমার। এতে আমার ভুল না কমিশনের ভুল জানি না।” এরপর প্রশ্ন করে বলেন, “এতবার ভেরিফিকেশন করা হয়েছে তখনই আমায় কেন বলা হল না? প্রায় একবছর চাকরি করার পর সেই চাকরিটা কেড়ে নেওয়া মোটেও কাম্য নয়।”

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *