নিউজডেস্ক: দক্ষ শিক্ষকদের সরিয়ে অদক্ষ শিক্ষক দিয়ে নিম্নমানের শিক্ষা পরিষেবা, কথায় কথায় ফাইন বাবদ শত-শত টাকা আদায় এই জাতীয় একাধিক অভিযোগ তুলে অভিভাবকদের বিক্ষোভে ইসলামপুরের মাদারীপুর এলাকার বেসরকারী ইংরেজি মাধ্যমের মাউন্ট লিটেরা জি স্কুলে উত্তেজনা ছড়িয়ে পড়ে আজ । যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে স্কুল কর্তৃপক্ষ। অবস্থা বেগতিক দেখে স্কুল কতৃপক্ষের খবর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্কুলে পৌছায় ইসলামপুর থানার পুলিশ।

তৃনমূল ও বিজেপি ছেড়ে সিপিএমে যোগ দিল ৭০ টি পরিবার

ভালো শিক্ষা পাবে বলেই এই উচ্চমানের শিক্ষা প্রতিষ্ঠান অভিভাবকরা তাদের সন্তানদের ভর্তি করেছিলেন। তবে নিয়মিতভাবে শিক্ষা প্রতিষ্ঠানের ভালো ভালো শিক্ষকদের পাশাপাশি অধ্যক্ষের বদলির কারণে পড়ুয়াদের শিক্ষায় বিঘ্ন ঘটছে বলে অভিযোগ অভিভাবকদের। এছাড়াও বিভিন্ন অছিলায় অভিভাবকদের কাছ থেকে জরিমানা বাবদ অর্থ উপার্জনের খেলায় মেতেছে মাউন্ট লিটেরা জি স্কুল কর্তৃপক্ষ বলে আরও অভিযোগ অভিভাবকদের। স্বাভাবিকভাবেই সন্তানদের ভবিষ্যত অনিশ্চয়তার কথা ভেবেই ক্ষুব্ধ অবিভাবকরা পড়ুয়াদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের করে নিয়ে যাওয়ারও হুঁসিয়ারি দিয়েছে এদিন। পাশাপাশি এই শিক্ষা প্রতিষ্ঠানের একজন শিক্ষককেও নিয়মিত হেনস্থা করার অভিযোগ উঠেছে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *