নিউজডেস্ক: গতকাল গোটা বাংলা এক হৃদয় বিদারক ঘটনার সাক্ষী থেকেছে। ৫ মাসের মৃত সন্তানকে শিলিগুড়ি থেকে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ ব্লকের মোস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গিপাড়ার বাসিন্দা অসীম দেবশর্মা বেছে নিতে হয় ব্যাগ। মৃত ছোট সন্তানকে ব্যাগে ভরে বেসরকারি বাসে করে বাড়ি ফিরতে বাধ্য হয় বাবা ৮ হাজার টাকা অ্যাম্বুল্যান্সের ভাড়া না থাকায়। যা নিয়ে তোলপাড় হয় সংবাদ মাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া। অবশেষে সেই ঘটনাযর রিপোর্ট তলব করলো স্বাস্থ্য দপ্তর উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপারের কাছে।যেখানে রয়েছে ‘অ্যাম্বুল্যান্স কেন মিলল না? ঠিক কী ঘটেছিল?’ মতো একাধিক প্রশ্ন। সোমবারের মধ্যেই সেই রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। রিপোর্টে গাফিলতি প্রমাণিত হলে কড়া পদক্ষেপের ইঙ্গিত করা হয়েছে।
কি হয়েছিল সেদিন মেডিকেলে:
জানা গেছে, শনিবার রাতে ছোটো শিশুটির মৃত্যু হলে হাসপাতাল থেকে দেহটি বাড়ি নিয়ে যেতে বলা হয়। এরপর অসীম বাবু এম্বুলেন্স ভাড়া করতে গেলে তার কাছে ৮০০০ টাকা চাওয়া হয়। সেই টাকা না থাকায় তিনি ১০২ নম্বরে ফোন করে এম্বুলেন্সের কথা বললে বলা হয় ফ্রী তে গাড়ি পাওয়া যায় না। সবটাই চিকিৎসক , সুপারকে জানিয়ে হাতে পায়ে ধরেও কোনো লাভ হয়নি অভিযোগ অসীম বাবুর।
- হারিয়ে যাওয়া মানসিক ভারসাম্যহীন ছেলেকে বাবা মায়ের কাছে ফিরিয়ে দিল ফেসবুক!
- হারিয়ে গেছে
- হাথরাসে পদপৃষ্ঠ হয়ে মৃত্যুর ঘটনায় এফআইআরে নাম নেই স্বঘোষিত বাবার
- হাতছানি
- হাইকোর্টের নির্দেশে দ্রুত শুরু হতে চলেছে উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং