নিউজডেস্ক: চোপড়ার ব্লকের ডগ নদী সংলগ্ন গ্রামবাসীরা জীবনের ঝুঁকি নিয়েই আজও নৌকায় পাড়াপাড় করে। প্রায় পঞ্চাশ বছর ধরে সেতুর দাবী জানিয়ে আসলেও ভেরভেরি, ধামোরগছ সহ ১২ টি গ্রামের মানুষের সেই দাবি পূরন হয়নি । এখনও তাদের একমাত্র ভরসা নৌকা। কিন্তু সেখানেও বিপত্তি। যেকোনো মুহূর্তে নদীর স্রোতে নৌকা ভেসে ঘটতে পারে দুর্ঘটনা বলে আশঙ্কা করছে অনেকেই । বর্ষা আসলে সমস্যা যেন চরম আকার নেয়। গ্রামবাসীদের অভিযোগ বারবার প্রশাসনের কাছে দাবি জানিয়েও কোনও লাভ হয়নি।
গ্রামবাসীদের অভিযোগ :
জানা গিয়েছে চোপড়া ব্লকের চোপড়া গ্রাম পঞ্চায়েতে অবস্থিত রয়েছে ডগ নদী। নদীর উপরের রয়েছে ভেরভেরি, ধামোরগছ সহ ১২ টি গ্রাম। প্রতিদিন টাকা দিয়ে নৌকায় করে পাড়াপাড় করতে হয় গ্রামবাসীদের। গ্রামের কেউ অসুস্থ হলে হাসপাতালে পৌঁছানোর আগেই রাস্তায় প্রাণ হারাতে হয়েছে অনেকেই। সদর চোপড়ায়, কিংবা স্কুলে আসতে হলে একমাত্র ভরসা নৌকা । এবার দ্রুত সেতু নির্মাণ করে সমস্যার সমাধানের দাবি তুলেছেন গ্রামবাসীরা।
চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতির আশ্বাস
অন্যদিকে এবিষয়ে চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মহম্মদ আজাহারউদ্দিন কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন,বিধায়কের মাধ্যমে ডগ নদীর উপর পাকা সেতুর নির্মাণের জন্য উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের জানানো হয়েছে। ফান্ডে টাকা আসলে সেখানেও পাকা সেতু নির্মাণ করা হবে বলে আশ্বাস দেন তিনি।
তবে কবে পূরণ হবে পাকা সেতুর দাবি জবাব চাইছে ভেরভেরি,ধামোরগছ সহ ১২ টি গ্রামের মানুষ।
- (no title)
- (no title)
- Archery World Cup| তীরন্দাজ বিশ্বকাপের প্রথম পর্যায়ে ৫ টি সোনা ভারতীয় খেলোয়াড়দের।
- ‘টাকাও যাবে, জেলেও যাবে’আদালতের নির্দেশের পরেও পদত্যাগ করেনি যারা- জানালেন জাস্টিস বসু
- ‘২০২৩ সালের পঞ্চায়েত ভোট শাসক দলের কাছে সহজ হবে না’- আনাওয়ারুল হক