নিউজডেস্ক:মধ্যরাতে খবর পেয়ে ডালখোলা থানার পুলিশ পাতনৌর এলাকা থেকে এক যুবককে আটক করে। ধৃত যুবকের নাম আবুল কালাম, বয়স ৩৮। ধৃত যুবক বিহারের বাসিন্দা।ডালখোলা পুলিশ মহকুমা আধিকারিক সৌম্যানন্দ সরকার সংবাদিকদের জানান , গতরাতে গোপন খবরের ভিত্তিতে ডালখোলা থানার পাতনৌর এলাকায় পুলিশ অভিযান চালিয়ে বিহারের বলরামপুর থানার বলদিয়াগাছি এলাকার আবুল কালাম নামে এক যুবককে গ্রেপ্তার করে। আটক ঐ যুবকের থেকে একটি সেভেন এমএম পিস্তল ও পাঁচ রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে। ওই যুবকের সঙ্গে আরও কে বা কারা জড়িত আছে বা ওই যুবক কোথায় থেকে আগ্নেয়াস্ত্র সংগ্রহ করেছিল এবং কেন আগ্নেয়াস্ত্র নিয়ে ওই এলাকায় ঘোরাফেরা করছিল তা তদন্ত করে দেখা হচ্ছে।
আটক ঐ যুবককে তদন্তের স্বার্থে গ্রেপ্তার করে ছয়দিনের পুলিশ হেপাজতে আনা হয়েছে বলে জানা গিয়েছে।