নিউজডেস্ক: গ্রামবাসীদের অভিযোগ,পঞ্চায়েত সমিতির সদস্য তথা খাদ্য কর্মাধ্যক্ষ কেরামুদ্দিন আহমেদ ও তার স্ত্রী আনগেজ বেগম দীর্ঘ ২৫ বছর ধরে জন প্রতিনিধিত্ব করে এলেও পানীয় জল ও রাস্তাঘাট নিয়ে চরম সমস্যায় রয়েছে এলাকার মানুষজন।ভোটের সময় বাড়ি বাড়ি গিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট আদায় করে থাকেন।ভোটে জেতার পর কেরামুদ্দিন কে এলাকায় দেখতে পাওয়া যায়না। তাই কার্যত বাধ্য হয়েই শনিবার সকাল ১১টা নাগাদ হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ঘরোট গ্রামের বাসিন্দা তথা তৃনমূল কর্মীরা একজোট হয়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে পঞ্চায়েত সমিতির সদস্য তথা খাদ্য কর্মাধ্যক্ষ কেরামুদ্দিন আহমেদ ও তার স্ত্রী আনগেজ বেগম তথা গ্রাম পঞ্চায়েত সদস্যার বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন।

বিক্ষোভে সামিল প্রাথমিক শিক্ষকেরা

তৃনমূল তরফে দাবি, কেরামুদ্দিন দলে থেকে দল বিরোধী কাজে লিপ্ত। যার বিরুদ্ধে অভিযোগ সেই কেরামুদ্দিন আহমেদ বলে, বিক্ষোভকারীরা কংগ্রেস দলের কর্মী।দীর্ঘ ২৫ বছর আমাকে কেউ হারাতে পারেনি। তাই ভোটের আগে এলাকায় তার ভাবমূর্তি নষ্ট করার চক্রান্ত চলেছে। তবে বিক্ষোভকারীদের পরিস্কার জানিয়েছে,কেরামুদ্দিন যদি আবার পঞ্চায়েতের টিকিট পায় এবং ভোট চাইতে আসে তবে তাকে ঝাড়ু পেটা করে তাড়ানো হবে।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *