নিউজডেস্ক: গতকাল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রাথমিক সংক্রান্ত রায় সামনে এসেছে। যেখানে ৩৬০০০ হাজার চাকরি বাতিলের কথা বলা হয়েছে। এবার সেই রেশ টেনেই খরগপুরে এক চা চক্রে যোগ দিয়ে দিলীপ ঘোষ বলেন , ”এঁদের শুধু পোস্ট বাতিল করলে হবে না, কাকে টাকা দিয়েছে সেই ডাকাতদের সামনে আনতে হবে। তাদেরকে সাজা দিতে হবে। না হলে তারা আবার লোককে ধোকা দেবে।”
সেই চা চক্র থেকে তিনি দুর্নীতি অংকের হিসেব কষেও দেখিয়ে দিলেন। তিনি বলেন, ‘৩৬ হাজার লোককে চাকরি দিয়েছিল, সেখানে মাথা পিছু যদি ১০ লক্ষ করে টাকা নেওয়া হয়, তাহলে ৩,৬০০ কোটি টাকা লুট করা হয়েছে।’ তার মতে,এই যুগটা পশ্চিমবঙ্গের ইতিহাসে কালো অধ্যায় হিসেবে লেখা থাকবে। যত দুর্নীতি হয়েছে সব দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন।
প্রসঙ্গত, ২০১৪ সালের টেট পরীক্ষায় ২০১৬ সালের প্যানেলে নাম থাকা ৩৬ হাজার অপ্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকের নিয়োগ বাতিলের ব্যাপারে যুগান্তকারী নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আগামী চার মাস তাঁরা পার্শ্ব শিক্ষকদের ন্যায় বেতন পাবেন। এছাড়া এও বলা হয়, যারা ইতিমধ্যে প্রশিক্ষণ সম্পূর্ণ করেছে তাদের চাকরি বহাল থাকবে।
- ভ্রমণে ভিয়েতনাম
- সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উদ্যোগে প্রয়াত CPIM নেত্রী সুরভী মুন্ডার স্মৃতিতে স্বাস্থ্য পরীক্ষা শিবির ইসলামপুরে
- স্ত্রীকে খুনের ঘটনায় অভিযুক্ত স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড