নিউজডেস্ক: নাবালিকার মেয়ের বিয়ে আটকাল ব্লক প্রশাসন। শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ২ নম্বর ব্লকের কাহাটা ফুলবাড়ি এলাকায়। ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে চাকুলিয়া থানার কাহাটা ফুলবাড়ি এলাকায় এক নাবালিকার বিয়ে হওয়ার কথা ছিল একই গ্রামের এক যুবকের সাথে । খবর পেয়ে গোয়ালপোখর ২ ব্লকের জয়েন্ট বিডিও ও চাকুলিয়া থানার পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে ওই নাবালিকার বাড়ি হাজির হন।
এরপর সমাজের কিছু বিশিষ্ট ব্যক্তিদের সাথে কথা বলে ওই নাবালিকার বাবা মাকে বোঝানো হয়। এরপর ওই নাবালিকা মেয়ের পরিবারের কাছ থেকে একটি মুচলেকা লেখা নেওয়া হয় এবং মেয়ের বয়স যখন ১৮ হবে তখন সামাজিক ভাবে তাদের বিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয় ব্লক প্রশাসনের পক্ষ থেকে।