নিউজডেস্ক: খুব একটা বেশি দিনের নয়, আবার খুব যে কম দিন তাও বলা যায় না। এরই মধ্যে মন দেওয়া নেওয়ার পর্ব গড়িয়েছে অনেক দূর। স্বপ্ন দেখেছিল ভালোবেসে ঘর বাঁধবে। কিন্তু তা হবার শেষ আশাটুকু নষ্ট হতে দেখে নাকি বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টাও করেছিল সে। এবার মেয়েটি নাছোড়বান্দা। তার কথা প্রায় দেড় বছর প্রেম করেছি আমরা। অনেকবার সহবাসের পর ছেলেটি এখন বিয়ে করতে নারাজ। যখন প্রেম করে সহবাস করেছে তখন বিয়ে কেনো করবে না সে?
তাই প্রেমিককে বিয়ে করার দাবি নিয়ে সে আবার ধর্নায় বসেছে। বৃহস্পতিবার এমনই ঘটনার সাক্ষী থাকলো মাথাভাঙ্গা ২ ব্লকের লতাপাতা গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা।
মেয়েটি বলে, যার সাথে এত দিন প্রেম করলাম সেই প্রেমিক ও তাঁর পরিবার আমাকে মেনে নিতে চাইছে না। বলছে ছেলেকে অন্যত্র বিয়ে দেবে। এই কারনেই এদিন সে প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসেচে। মেয়েটি এও বলে, এর আগেও সে ধর্নায় বসেছিল।। সেইসময় স্থানীয় কিছু মাতব্বর তাঁকে বুঝিয়ে বিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে বাড়ি ফিরিয়ে দেয়। অপর দিকে স্থানীয় সূত্রে জানা গেছে , টাকার বিনিময়ে স্থানীয় কয়েকজন নেতা বিষয়টি মেটানোর চেষ্টা করে। প্রেমিকের অন্যত্র বিয়ে ঠিক হয়েছে জানতে পেরে এদিন ফের ধর্নায় বসেন মেয়েটি। অন্যদিকে তরুণীর প্রেমিকের মায়ের বক্তব্য, এভাবে যে কেউ বাড়িতে এসে প্রেমের কথা বললেই কি প্রেম হয়ে যায়? কী প্রমাণ আছে? প্রমান দিতে পারবে?
- (no title)
- (no title)
- Archery World Cup| তীরন্দাজ বিশ্বকাপের প্রথম পর্যায়ে ৫ টি সোনা ভারতীয় খেলোয়াড়দের।
- ‘টাকাও যাবে, জেলেও যাবে’আদালতের নির্দেশের পরেও পদত্যাগ করেনি যারা- জানালেন জাস্টিস বসু
- ‘২০২৩ সালের পঞ্চায়েত ভোট শাসক দলের কাছে সহজ হবে না’- আনাওয়ারুল হক