রবি আড্ডায় শ্যামলী সেনগুপ্ত

      মূল ভাষা : ওডিআ 

       কবি : সৌভাগ্যবন্ত মহারণা

         অনুসৃজন  : শ্যামলী সেনগুপ্ত 

অদৃশ্যের ইশারায় দৃশ্য বদলে যায়

কখনো সময় বদলায় অসময়ে

কখনো ঋতু বদলায় ঋতুহীনতায়

নিজের ভেতরে নিজেকেই খুঁজতে গিয়ে

ব্যস্ত হয়ে পড়ে চোখের আয়নায় স্বরূপ খুঁজতে

ভাবের ভেতর অভাবের মিথ্য মায়া যেমন,

অনেক মুমূর্ষু় অবস্থা পেরিয়ে

তেমন,সময়ের এখন স্ট্রেচারে থাকার কথা…

ভয় ও ভ্রমের মাঝে

নিমিষেই তৈরি হয়

মায়া ও মোহ-র অদৃশ্য রূপ

পট বদলায়…নায়ককে খুঁজতে বেরোয়

মেঘলা আকাশের রামধনুর দিকে

হয়ত ঝড়ের চোখের ভেতর

চুপচাপ লুকিয়ে থাকে নীরবতার নীল হ্রদ

বারংবার দৃশ্য পালটে যায় 

তাই তো ঈশ্বরকে বদলে ফেলতে হয়

নিজের অবতার..

দেবতা থেকে মানুষের রক্তমাংসহাড়ের 

নিজস্ব শ্বাস ও নীরবতার নক্সা এঁকে নিতে।

ভাবের ভেতর অভাবের শূন্যস্থান 

মৃত্যুর মাঝে জীবনের স্পন্দন

সাধারণ থেকে অসাধারণত্বে

যাত্রাপথে দৃশ্যাবলীর প্রেমময় অঙ্গীকার 

চাঁদনি রাতের শুভ্র আঁধারে..

ভাতের থালা থেকে ক্ষিদের দূরত্ব মাপতে মাপতে

পল্লবিত শরীর থেকে ঝরে পড়ে

হাড়ের শুকনো ফুল 

রক্তের নোনা সান্দ্রতা…

কবি তো দৃশ্য পালটানোর বৈচিত্র্যে মুগ্ধ 

জানতেও  পারে না

কল্পনা থেকে কতদূরে থাকে বাস্তব 

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *