নিউজডেস্ক: বেহালা কেন্দ্রের বিধায়ক রাজ্যের প্রাক্তণ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দূর্নীতির মামলায় জেলে বন্দী। এবার পার্থকে বিধায়ক পদ থেকে সরানোর দাবিতে পথে নেমেছে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই। নিয়োগ দূর্নীতি মামলায় জেল বন্দী পার্থকে বিধায়ক পদ থেকে সরানো উচিত কি না সেই প্রশ্ন তুলে জনমত সংগ্রহ করতে বেহালার এলআইসি মোড়ে ক্যাম্প করে চলছে আজ ভোটগ্রহণ। ভোট দিচ্ছে পথ চলতি সাধারণ মানুষজন।
এদিন সিপিএম নেতা কৌস্তুভ চট্টোপাধ্যায় তৃনমূলকে খোঁচা দিয়ে বলেন, ‘আমরা ভাগ্যবান যে তৃণমূলের বাহিনী এসে এখনও ব্যালট লুঠ করেনি। তৃণমূল তো নিজের ভোটেই ব্যালট লুঠ করে। বেহালার বিধায়ক কোটি কোটি টাকা চুরি করে জেলে আছে। বেহালার মানুষ পরিষেবা পেতে কি জেলে যাবে? বেহালার মানুষের স্বার্থে পার্থ চট্টোপাধ্যায়ের পদত্যাগ চাই কি চাই না তা নিয়ে ভোট হচ্ছে। মানুষ এগিয়ে এসে নিজেদের মত দিচ্ছে। পাঁচ জন বিধায়ক ধরা পড়ে গেল। যারা টিভিতে বলছেন জিরো টলারেন্স তারা পদত্যাগ করাচ্ছেন না কেন বিধায়ককে? প্রশ্ন তুলেছেন কৌস্তভ।
- দুঃসাহসিক চুরি! ইসলামপুর কলেজ মোড়ে পরপর দুটি দোকান ফাঁকা, আতঙ্কে এলাকা
- ১৩৭ বছরে পা দিল চোপড়ার ঐতিহ্যবাহী অষ্টমী দুর্গাপূজা, শুরু জোহরা মেলা
- দুষ্কৃতীদের দৌরাত্ম্যে আতঙ্ক ইসলামপুরে, মহিলাদের সুরক্ষায় সরব পঞ্চায়েত প্রধান অসীমা পাল
- ভাসছে নর্দমা, দূষিত জলে ছড়াচ্ছে কলেরা, হু হু করে ভরছে হাসপাতাল — দিল্লিতে বাড়ছে আতঙ্ক
- উত্তর দিনাজপুরে ৪ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রফিক, উদ্বিগ্ন পরিবার — তথ্য পেলে যোগাযোগের অনুরোধ