নিউজডেস্ক: অস্ত্র কেনার খরিদ্দার সেজে অস্ত্র কারখানার হদিস পেল বারুইপুর পুলিশ জেলা। বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার মিস পুষ্পা জানান বেশ কিছুদিন ধরে খবর পাচ্ছিলাম বাসন্তী থানা এলাকার রামচন্দ্রপুর এলাকায় চলছিল এই কারবার। একদম নীচু মাটি লাগোয়া খড়ের ছাউনির ঘরের মধ্যে চলছিল এই কারবার। ঘরের মধ্যে মহিলারা বাড়ির মধ্যে জরির কাজ করতেন। তার আড়ালেই চলত এই কারবার।

২০১৯ সালে আর্মস সহ গ্রেফতার হয়। SOG ও বাসন্তী থানা যৌথ তল্লাশি চালায় বাড়ি থেকে ৭টি ইম্প্রোভাইজ লং ফায়ার আর্মস উদ্ধার করে। আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার। ঘটনায় গ্রেফতার দুই। মোতালেফ ওরফে হাঁসা পুরকাইত ও জয়নাল মোল্লা নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে মোতালেফ ২০১৯ সালে গ্রেফতার হন। কি উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র তৈরি করা হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

One thought on “খদ্দের হয়েই মিলল অস্ত্র কারখানার হদিস!বড়ো সাফল্য পুলিশের”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *