নিউজডেস্ক: ১২ ঘন্টা উত্তরবঙ্গ বন্ধের ডাক দিয়েছে বঙ্গ বিজেপি। ইসলামপুর কলেজ মোড় এলাকায় তারা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের দাবি দোষী ব্যক্তিদের শাস্তি দিতে হবে ও কালিয়াগঞ্জ কান্ডের পূর্ণাঙ্গ সিবিআই তদন্ত করতে হবে। এই দাবিতে আজ এই বন্ধ চলছে উত্তরবঙ্গ জুড়ে। তবে বন্ধের এখনো অবধি সেরকমভাবে কোন সাড়া পড়েনি ইসলামপুর শহরে। সুরজিৎ সেন উত্তর দিনাজপুর জেলা সহ সভাপতি বলেন আমরা সাধারণ মানুষের কোন অসুবিধা হোক সেটা চাই না। কারণ যে ঘটনা ঘটেছে তার কারণেই আজ বন্ধ ডাকা হয়েছে।
তিনি আরো বলেন সাধারণ মানুষের কোন অসুবিধা হোক আমরা চাই না। ইসলামপুর টাউন সভাপতি জ্যোতির্ময় সেট বলেন এখন আমরা রাস্তা অবরোধ করছি এরপর অফিস কাচারিও আমরা বন্ধ করব। সাধারণ মানুষ আমাদের এই বন্ধকে সমর্থন করবেন। কলেজ মোর এলাকায় রাজ্য সড়ক অবরোধ করলে অবরোধকারীদের পুলিশ সরিয়ে দেয় এবং পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।
- নতুন বাংলা পোর্টাল nb24x7.com
- World’s oldest nun dies.মারা গেলেন বিশ্বের প্রবীনতম মহিলা লুসিল হদোঁ
- Test papers: Board orders probe টেস্ট পেপারস বিতর্কে তদন্তে বোর্ড
- Teacher donation to school. অবসরকালে স্কুলকে বিশুদ্ধ পানীয় জলের পরিকাঠামো প্রদান শিক্ষকের।
- SBI deducts 147.5 আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কি কাটা গেছে ১৪৭.৫ টাকা ???
Greetings! Very useful advice in this particular article! Its the little changes that will make the biggest changes. Thanks for sharing!