নিউজডেস্ক: স্বচ্ছতার দাবিতে নিয়োগ ও চাকুরি সংক্রান্ত নানা দাবিদাওয়া নিয়ে আজ শিলিগুড়িতে ছিল নিখিল বঙ্গ শিক্ষক সমিতি ও নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির উত্তরকন্যা অভিযান। জলপাই মোড় সংলগ্ন PWD অফিস থেকে শুরু হয় মিছিল। মিছিলে যোগ দেন উত্তরবঙ্গ সহ রাজ্যের অন্যান্য জেলার সদস্যরা।
মিছিল তিনবাত্তি মোড়ে পৌঁছাতেই ব্যারিকেড দিয়ে আটকানো হয় মিছিল। শুরু হয় আন্দোলনকারী ও পুলিশের মধ্যে ধ্বস্তাধ্বস্তি।। মিছিলের গতি রুখতে জলকামান ছোঁড়ে পুলিশ। শেষে আন্দোলনকারীদের তরফে পাঁচ সদস্যের এক প্রতিনিধিদল উত্তরকন্যায় গিয়ে স্মারকলিপি পেশ করেন।
তিনবাত্তি সংলগ্ন হিন্দি জুনিয়র হাই স্কুল প্রাঙ্গণেঅনুষ্ঠিত হয় সমাবেশ। অন্যান্য দের সাথে বক্তব্য রাখেন বিকাশ ভট্টাচার্য।
- SIR শুনানি ঘিরে উত্তেজনা চাকুলিয়া ব্লক অফিসে, ভাঙচুর–অগ্নিসংযোগের পর কড়া পুলিশি প্রহরায় ফের শুরু শুনানি
- ছাড়াছাড়ি
- সংক্রান্তি
- ইসলামপুর শ্রীকৃষ্ণপুরে চায়ের দোকানে দুস্কৃতিদের তাণ্ডব, মারধোর ও লুটের অভিযোগ—পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ স্থানীয়দের
- ভোটারদের আতঙ্ক! SIR শুনানি নোটিশের বিরুদ্ধে ফুঁসছে চাকুলিয়া—রাস্তায় নেমে রাজ্য সড়ক অবরোধ




