নিউজডেস্ক: স্বচ্ছতার দাবিতে নিয়োগ ও চাকুরি সংক্রান্ত নানা দাবিদাওয়া নিয়ে আজ শিলিগুড়িতে ছিল নিখিল বঙ্গ শিক্ষক সমিতি ও নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির উত্তরকন্যা অভিযান। জলপাই মোড় সংলগ্ন PWD অফিস থেকে শুরু হয় মিছিল। মিছিলে যোগ দেন উত্তরবঙ্গ সহ রাজ্যের অন্যান্য জেলার সদস্যরা।
মিছিল তিনবাত্তি মোড়ে পৌঁছাতেই ব্যারিকেড দিয়ে আটকানো হয় মিছিল। শুরু হয় আন্দোলনকারী ও পুলিশের মধ্যে ধ্বস্তাধ্বস্তি।। মিছিলের গতি রুখতে জলকামান ছোঁড়ে পুলিশ। শেষে আন্দোলনকারীদের তরফে পাঁচ সদস্যের এক প্রতিনিধিদল উত্তরকন্যায় গিয়ে স্মারকলিপি পেশ করেন।
তিনবাত্তি সংলগ্ন হিন্দি জুনিয়র হাই স্কুল প্রাঙ্গণেঅনুষ্ঠিত হয় সমাবেশ। অন্যান্য দের সাথে বক্তব্য রাখেন বিকাশ ভট্টাচার্য।
- ভ্রমণে ভিয়েতনাম
- সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উদ্যোগে প্রয়াত CPIM নেত্রী সুরভী মুন্ডার স্মৃতিতে স্বাস্থ্য পরীক্ষা শিবির ইসলামপুরে
- স্ত্রীকে খুনের ঘটনায় অভিযুক্ত স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড
- পথ দুর্ঘটনার গুরুতর আহত বাইক চালক
- টি বোর্ডের নির্দেশিকা অমান্য করে চোপড়ায় চলছিল চা পাতা তোলার কাজ, অভিযোগ ক্ষুদ্র চা চাষীদের।