নিুজডেস্ক: সাংসদ সৌগত রায়ের প্রচেষ্টায় এবং সামাজিক ন্যায় মন্ত্রণালয় ও ভারতীয় কৃত্রিম অঙ্গ নির্মাণ নিগম ভারত সরকারের ব্যবস্থাপনায় প্রতিবন্ধীদের বিনামূল্যে সরঞ্জাম প্রদানের মেগা সনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হলো চোপড়ায় । শিবির টি অনুষ্ঠিত হয় শনিবার চোপড়া গার্লস হাই স্কুলে। শিবির টি পরিচালনা করেন ইসলামপুর সিস্টার এন্ড ব্রাদার সোসাইটি। এদিন উপস্থিত ছিলেন,চোপড়ার বিডিও সমীর মন্ডল, চোপড়ার বিধায়ক হামিদুল রহমান সহ চোপড়ার বিভিন্ন এনজিও র সদস্যরা।
সমাজকর্মী তথা পুলিশকর্মী বাপন দাস জানান, সাংসদ সৌগত রায় এর প্রচেষ্টায় এদিনের এই শিবির টি অনুষ্ঠিত হয় । এদিন চোপড়া ব্লকের আটটি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে ৯০০ রো বেশি প্রতিবন্ধীর সনাক্তকরণ করা হয়। তাদের প্রত্যেকের হাতে বিভিন্ন সরঞ্জাম তুলে দেওয়া হবে। এদিন যারা শিবিরে আসতে পারেননি তারা আগামীকাল ইসলামপুর হাই স্কুল মাঠে শিবিরে আসতে পারেন। এই উদ্যোগে খুশি চোপড়ার সাধারণ মানুষ।
- দুঃসাহসিক চুরি! ইসলামপুর কলেজ মোড়ে পরপর দুটি দোকান ফাঁকা, আতঙ্কে এলাকা
- ১৩৭ বছরে পা দিল চোপড়ার ঐতিহ্যবাহী অষ্টমী দুর্গাপূজা, শুরু জোহরা মেলা
- দুষ্কৃতীদের দৌরাত্ম্যে আতঙ্ক ইসলামপুরে, মহিলাদের সুরক্ষায় সরব পঞ্চায়েত প্রধান অসীমা পাল
- ভাসছে নর্দমা, দূষিত জলে ছড়াচ্ছে কলেরা, হু হু করে ভরছে হাসপাতাল — দিল্লিতে বাড়ছে আতঙ্ক
- উত্তর দিনাজপুরে ৪ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রফিক, উদ্বিগ্ন পরিবার — তথ্য পেলে যোগাযোগের অনুরোধ