নিউজডেস্ক:
গতকাল উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ১ নং ব্লকের সাহাপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের বাসপুকুর এলাকায় পথশ্রী প্রকল্পের একটি ঢালাই রাস্তার শুভ উদ্বোধন করেন সাহাপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান মুরারি মোহন সরকার।
গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘ পাঁচ বছর থেকে বেহাল অবস্থায় পড়েছিল এই রাস্তাটি। এই রাস্তা দিয়ে চলাফেরা করতে প্রচুর সমস্যায় পড়তেন গ্রামবাসীরা। ফসল ঘরে আনতে কিংবা রাতবিরেতে অসুস্থ হলে রোগীকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে সমস্যায় পরতে হতো তাদের। বর্ষায় রাস্তায় পা রাখা দায় ছিল।
দীর্ঘ দিন থেকে রাস্তার হাল বেহাল ছিল। গ্রামবাসীরা বারংবার প্রশাসনকে জানিয়েছে। কিন্তু কোনো সুরাহা হয়নি। অনেক দিন পর যখন রাস্তার কাজ শুরু হতে চলেছে তাতেই খুশি গ্রামবাসীরা।
- SIR শুনানি ঘিরে উত্তেজনা চাকুলিয়া ব্লক অফিসে, ভাঙচুর–অগ্নিসংযোগের পর কড়া পুলিশি প্রহরায় ফের শুরু শুনানি

- ছাড়াছাড়ি

- সংক্রান্তি

- ইসলামপুর শ্রীকৃষ্ণপুরে চায়ের দোকানে দুস্কৃতিদের তাণ্ডব, মারধোর ও লুটের অভিযোগ—পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ স্থানীয়দের

- ভোটারদের আতঙ্ক! SIR শুনানি নোটিশের বিরুদ্ধে ফুঁসছে চাকুলিয়া—রাস্তায় নেমে রাজ্য সড়ক অবরোধ
