রবি আড্ডায় ঈশিতা দে সরকার
বাড়ি ফেরার পথে নেই মায়ের সংসারের ফুরিয়ে যাওয়া বিস্কুটের নাম। জীবনদায়ী ওষুধের তালিকাও অতীত।কী অসহ্য এই শ্লথ সন্ধ্যা। কী বেমানান এই মুহুর্ত। স্মৃতির চেয়ে বড় ঘাতক জন্মায় নি কেউ। একটা মানুষ কে ভেঙে চুরমার করার জন্য মনে পড়া নামক গুপ্ত চর ই যথেষ্ট।অবেলার ছাই, হাড় জড়ো করতে করতে ওলটানো মেঘের দিকে তাকাই।কত্ত স্কুল ফেরত দুপুর -বিকেল ঝুলিয়ে রাখা। শুধু মাত্র বাড়ি ফেরা নিয়ে বাক্য রচনা লিখলে পেরিয়ে যাব গ্রহান্তর।যে সকালে পাখি ডাকে না, সে সকাল জন্মান্ধ শিশুর মত অসহায়। যে সন্ধ্যায় বিছানায় পা দুলিয়ে মা গায় না সন্তানের অপেক্ষা সঙ্গীত, সে সন্ধ্যা বিরোধী দলের মত গোলমেলে।