নিউজডেস্ক: চোপড়ায় ফের তৃনমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দলের বলি হলো একজন। জানা গেছে আজ, চোপড়ার দিঘাবানা এলাকায় তৃণমূলের বুথ কমিটির সভা চলছিল। যেখানে চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েতের দিঘাবানা সংসদে কে প্রার্থী হবে সেনিয়েই সভা চলছিল। মিটিং শেষে সেখানেই চলল গুলি। গুলি বিদ্ধ হয় কয়েকজন। গুলিবিদ্ধ ফইজুল রহমানকে ইসলামপুর মহকুমা হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষনা করে। অভিযোগ সাজিদ আখতার গোষ্ঠী গুলি চালিয়েছে। আরও কয়েকজনের গুলিতে জখমের খবর মিলেছে।

জানা গেছে, কয়েকদিন যাবত চোপড়া ব্লকে বিভিন্ন বুথে প্রার্থী নিয়ে বুথ বৈঠক চলছে।বৃহস্পতিবার চোপড়া ব্লকে দিঘাপানা বুথে প্রার্থী বাছাই এর বৈঠক ছিল। বৈঠকে ঐক্যমত না হওয়ায় চারজন প্রার্থীর নাম লিপিবদ্ধ হয়। বৈঠক সেরে তৃনমূল কার্যালয় থেকে বেরিয়ে আসছিলেন ফাইজুল রহমান সহ তার সঙ্গীরা। সেই সময় তাদের উপর আচমকাই হামলা চালায় তার বিরোধী গোষ্ঠী নাসিরের দলবল। দুই পক্ষের মধ্যে চলে গুলি।গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন ফাইজুল রহমান নামে এক তৃনমূল কংগ্রেস কর্মী সহ আর‍ও বেশ কয়েকজন।প্রত্যেকেই চোপড়া দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে ফাইজুল রহমানকে মৃত বলে ঘোষনা করা হয়।একজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে শিলিগুড়ি মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে।বাকিদের চোপড়া দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি রাখা হয়েছে।এলাকায় ব্যাপক উত্তেজনা থাকায় চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে রয়েছে।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *