নিউজডেস্ক: আজ চোপড়ার দাসপাড়ায় সিটুর পরিবহন শ্রমিক ইউনিয়নের উত্তর দিনাজপুর জেলা জাঠার সূচনা হল। এই সংগঠনের পতাকা উড়িয়ে জাঠার সূচনা করেন চোপড়ার সিটু নেতা মকলেসর রহমান, দবিরুল ইসলাম, জনপথ পরিবহন মজদুর ইউনিয়নের জেলা সম্পাদক তাপস দাস,উত্তর দিনাজপুর মোটর শ্রমিক ইউনিয়নের নেতা কার্তিক দাস, সিটু রাজ্য নেতৃত্ব বিপ্লব সেনগুপ্ত সহ আরো অনেকে ।
জেলার নেতৃত্ব কার্তিক দাস জানান- ২৮ও২৯ মার্চ ২ দিন ব্যাপী সারা রাজ্যের পাশাপাশি উত্তর দিনাজপুর জেলাতেও পরিবহন শ্রমিক দের জাঠা কর্মসূচী পালন হচ্ছে, আগামীকাল রায়গঞ্জে জমায়েত রয়েছে।
পরিবহন শ্রমিকদের উপর পুলিশ ও শাসকদলের অত্যাচার, টোটো চালকদের লাইসেন্স ও সামাজিক সুরক্ষা প্রদান, সরকারি কর্মীদের অবিলম্বে বকেয়া DA প্রদান, ১৫ বছরের পুরনো গাড়ি বাতিলের ক্ষেত্রে সরকার কর্তৃত্ব যথার্থ আর্থিক প্যাকেজ ঘোষণা করা সহ বিভিন্ন দাবীতে আরটিও অফিসে ডেপুটেশন রয়েছে। অন্যদিকে জনপথ মজদুর ইউনিয়নের জেলা সেক্রেটারি তাপস দাস এদিন বলেন, আগামী ৫ এপ্রিল গোটা দেশ দেখতে চলেছে দিল্লিতে পরিবহন শ্রমিক ইউনিয়নের বৃহত্তর সমাবেশ ও বিক্ষোভ প্রদর্শন। পরিবহনে নতুন আইন বাতিল সহ বেশ কিছু দাবী নিয়েই মূলত দিল্লীতে পার্লামেন্ট অভিযান করবে পরিবহন শ্রমিকরা ।
- হারিয়ে যাওয়া মানসিক ভারসাম্যহীন ছেলেকে বাবা মায়ের কাছে ফিরিয়ে দিল ফেসবুক!
- হারিয়ে গেছে
- হাথরাসে পদপৃষ্ঠ হয়ে মৃত্যুর ঘটনায় এফআইআরে নাম নেই স্বঘোষিত বাবার
- হাতছানি
- হাইকোর্টের নির্দেশে দ্রুত শুরু হতে চলেছে উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং