নিউজডেস্ক: নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেল ট্রাক্টর। ঘটনাস্থলেই মৃত্যু হয় ট্রাক্টর চালকের।। সোমবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার লালবাজার গেন্নামোর এলাকায়।।মৃত ট্রাক্টর চালকের নাম জরিফুল ইসলাম । বাড়ি চোপড়া থানার ঘিরনীগাও গ্রাম পঞ্চায়েতের গরুবান গোয়া বাড়ি এলাকায় । এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ট্রাক্টর নিয়ে জমিতে কাজে যাওয়ার সময় গেন্নামোর এলাকায় ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেলে ঘটনাস্থলেই মৃত্যু হয় জরিফুল ইসলাম নামে (৬৫ বছরের) ট্রাক্টর চালকের।। খবর জানাজানি হতেই এলাকার মানুষ ঘটনাস্থলে পৌঁছে চালকের মৃত উদ্ধার করে।। ঘটনায় কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় চোপড়া থানার দাসপাড়া ফাঁড়ির পুলিশ।। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ
- ভ্রমণে ভিয়েতনাম
- সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উদ্যোগে প্রয়াত CPIM নেত্রী সুরভী মুন্ডার স্মৃতিতে স্বাস্থ্য পরীক্ষা শিবির ইসলামপুরে
- স্ত্রীকে খুনের ঘটনায় অভিযুক্ত স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড
- পথ দুর্ঘটনার গুরুতর আহত বাইক চালক
- টি বোর্ডের নির্দেশিকা অমান্য করে চোপড়ায় চলছিল চা পাতা তোলার কাজ, অভিযোগ ক্ষুদ্র চা চাষীদের।