নিউজডেস্ক: ইসলামপুর ব্লকে রামগঞ্জ দুই নং গ্রাম পঞ্চায়েতে আজ দিদির সুরক্ষা কবজ দিদির দূত কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়া লাল আগরওয়ালা, অঞ্চল সভাপতি ইদ্রিস আলী, তৃণমূল নেতা মোহাম্মদ বুদু সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। জেলা সভাপতি কানাইয়া লাল আগরওয়াল বলেন, দিদির দূতরা বাড়ি বাড়ি যাবেন পনেরোটি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষ পাচ্ছে কিনা সেটা দেখতে। এদিন তিনি আরো বলেন, এক তারিখ থেকে দুয়ারে সরকার চালু হচ্ছে।
অনেকে বলছেন তারা বিভিন্ন সরকারি সুবিধা পেয়েছেন,অনেকে দরখাস্ত করেননি, তাদের উদ্দেশ্যে জেলা সভাপতি বলেন দরখাস্ততা করুন। তৃণমূল নেতা মোহাম্মদ বুদু বলেন, আমরা কাজ করেছি সামান্য যদি কোথাও কাজ বাকি থাকে সেগুলো করে দেব। আজ এই কর্মসূচি কে ঘিরে সাধারণ মানুষের উন্মাদনা ছিল তুঙ্গে। তৃণমূল নেতা ইদ্রিস আলী বলেন জেলা সভাপতির যে এলাকায় ঘুরছেন তাতে ব্যাপক প্রভাব পড়ছে যার ফলে আগামী পঞ্চায়েতে বিরোধী পার্টিরা শূন্য হয়ে যাবে। কারণ আমরা কাজ করেছি উন্নয়ন করেছি।
- (no title)
- (no title)
- Archery World Cup| তীরন্দাজ বিশ্বকাপের প্রথম পর্যায়ে ৫ টি সোনা ভারতীয় খেলোয়াড়দের।
- ‘টাকাও যাবে, জেলেও যাবে’আদালতের নির্দেশের পরেও পদত্যাগ করেনি যারা- জানালেন জাস্টিস বসু
- ‘২০২৩ সালের পঞ্চায়েত ভোট শাসক দলের কাছে সহজ হবে না’- আনাওয়ারুল হক