নিউজডেস্কঃ আগামী বৃহস্পতিবার ও শুক্রবার বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী রাজ্যে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ বঙ্গের বহু জেলায় সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা।
আগামী দুদিন পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে রবিবার পর্যন্ত ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং সঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে। সামান্য কমতে পারে তাপমাত্রার পারদ। উত্তরবঙ্গেও সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টির। মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, জলপাইগুলিতে রবিবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ঘণ্টায় সর্বোচ্চ ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে উত্তরবঙ্গের জেলার ক্ষেত্রে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস।
উত্তর কর্নাটক পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। একইসঙ্গে রয়েছে পূবালি হাওয়ার প্রভাবও। এই দুইয়ের কারণেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্য জুড়ে।
- হারিয়ে যাওয়া মানসিক ভারসাম্যহীন ছেলেকে বাবা মায়ের কাছে ফিরিয়ে দিল ফেসবুক!
- হারিয়ে গেছে
- হাথরাসে পদপৃষ্ঠ হয়ে মৃত্যুর ঘটনায় এফআইআরে নাম নেই স্বঘোষিত বাবার
- হাতছানি
- হাইকোর্টের নির্দেশে দ্রুত শুরু হতে চলেছে উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং