নিউজডেস্কঃ
অজ্ঞাত পরিচিত এক মহিলার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো টুঙ্গিদিঘিতে। শৌচকর্ম করতে গিয়ে মহিলার দেহ জলে ভেসে থাকতে দেখেন স্থানীয় এক বাসিন্দা। তড়িঘড়ি খবর পৌছায় করনদিঘি থানায়। ছুটে আসে করনদিঘী থানার পুলিশ । দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয় পুলিশ ।
স্থানীয় বাসিন্দা সজোল দেব জানায়, টুঙ্গিদিঘির বড় বিলে এক মহিলার দেহ ভেসে থাকতে দেখেন এলাকার একজন। খবর পেয়ে আমিও ছুটে যাই বিলের পাড়ে। তার কথায়, কিছুদিন আগে মানসিক ভারসাম্য হীন এক মহিলাকে ঘোড়াঘুড়ি করতে দেখা গিয়েছিল টুঙ্গিদিঘী দিঘি বাজার সংলগ্ন এলাকায়। সম্ভবত ওই মহিলার দেহ কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন? তবে আশপাশের মহিলার দেহ নয় বলে দাবী করেন তিনি। ঘটনার তদন্ত করে দেখলেই সঠিক তথ্য উঠে আসবে।
