নিউজডেস্কঃ রাজ্যে পঞ্চায়েত ভোট আসন্ন। আর তার আগে শাসকদলে ভাঙন অব্যাহত রেয়েছে স্বজনপোষণ ও দুর্নীতির অভিযোগে। চাঁচলের ১ নং ব্লকের কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের চন্ডীগাছি এবং মতিহারপুর এলাকার প্রায় ছয়শোর বেশি মানুষ ঘাসফুল শিবির ছেড়ে হাতে শিবিরে যোগদান করলেন।নবগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন ব্লক কংগ্রেসের সভাপতি আনজারুল হক। অন্যদিকে তৃনমূলের দাবি আর্থিক প্রলোভন ও টিকিটের লোভ দেখিয়ে টানা হচ্ছে দলে।
তৃণমূলের নেতা ও জনপ্রতিনিধিরা দুর্নীতিতে জর্জরিত। যার কারণে কর্মীরা দলত্যাগ করছে।দাবি চাঁচল ১ নং ব্লক কংগ্রেস সভাপতির। ব্লক কংগ্রেসের সভাপতি আনজারুল হক বলেন, ছয় শতাধিক মহিলা পুরুষ তারা তৃণমূল ছেড়ে কংগ্রেসের যোগদান করেছে।
যদিও কংগ্রেসে দলের কর্মীদের এই যোগদানকে গুরুত্ব দিতে নারাজ চাঁচল- ১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি রেজাউল খান। তার দাবি, অর্থের প্রলোভন ও টিকিটের লোভ দেখিয়ে কিছু মানুষকে নিজেদের দলে টানার চেষ্টা করছে কংগ্রেস।যারা গেছে তারা দু দিনের মধ্যে আমাদের সাথে আবার যোগাযোগ করবে।এই যোগদানে দলের কোনো বা প্রভাব পড়বে না।