নিউজডেস্ক:

ইসলামপুর শান্তিনগর ও আলিনগরে রেলওয়ে ওভারব্রিজের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন এলাকার মানুষ। কিন্তু শান্তিনগরে ভারতীয় রেলওয়ের তরফে ওভার ব্রিজ মঞ্জুর হয়ে গেলেও ইসলামপুর পৌরসভার নো অবজেকশন সার্টিফিকেটের অভাবে শুরু করা যাচ্ছে না কাজ।
এমনটাই অভিযোগ করলেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী।তিনি আরো অভিযোগ করেন রাজনীতি হচ্ছে এই কাজ নিয়ে। দেবশ্রী চৌধুরী এদিন বলেন, ক্ষুদ্র রাজনীতি করতে গিয়ে ইসলামপুরে পৌরপিতা নো অবজেকশন সার্টিফিকেট দিচ্ছেন না।

কাজ টি হলে যে পৌরপিতার বদলে সাংসদের নাম হবে। আসলে উনি জনসাধারণের সমস্যা বুঝছেন না। উনি আজ যে দলে আছেন কাল হয়তো ঐ দলেও থাকতে পারবেন না। অপর দিকে
ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল বলেন, বোর্ড মিটিংয়ে এ নিয়ে আলোচনা হয়েছে। রেল চাইলে শান্তিনগর ও আলীনগরের রেল ওভারব্রিজে জন্য NOC দিয়ে দেবে পৌরসভা। আমরা পৌরসভার পক্ষ থেকেও চাই এখানে ওভারব্রিজ হোক।তাই NOC না দেবার মতো কোনো কারনই নেই।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *