দশচাকা লরি বাড়িতে ঢুকে এক শিশু সহ আহত একই পরিবারের ৪ জন। উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার জয়হাট অঞ্চলের বৈদড়া এলাকার ঘটনা। স্থানীয় বাসিন্দা সূত্রে জানাযায়, এদিন দুপুরে জয়হাটের দিক থেকে চেকপোষ্ট হয়ে মালদার উদ্দেশ্যে একটি পাথর বোঝাই লরি মাল খালি করে যাচ্ছিল। সেই সময় বৈদড়া এলাকায় গ্রামীণ সড়কের ধারে থাকা কুরবান আলী নামে এক স্থানীয় বাসিন্দার মুদিখানা দোকান সহ বাড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পরে ওই লরিটি।
সেই সময় দোকানে ছিলেন বালকে মার্ডি নামে এক মহিলা এবং বাড়িতে ছিল পরিবারের অন্যান্য সদস্যরা। দশচাকা লরি বাড়িতে ঢুকে যাওয়ায় লরির ধাক্কায় গুরুতর আহত হয় বালকে মার্ডি সহ তার পরিবারের তিন সদস্য। অল্পের জন্য রক্ষা পায় পরিবারের বাকী সদস্যরা। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
স্থানীয় বাসিন্দা মহিনুর রহমান, গোপাল টুডু সহ অন্যান্যদের তৎপরতায় খবর দেওয়া হয় ইটাহার থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক লরিটিকে আটক করে এবং গুরুতর আহত অবস্থায় চার জনকে প্রথমে ইটাহার গ্রামীণ হাসপাতালে পাঠায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর বালকে মার্ডির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সহ তার পরিবারে অন্যান্য আহত সদস্যদের রায়গঞ্জ জেলা হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসক। ঘটনার জেরে কয়েক লক্ষাধিক টাকার ক্ষতির মুখে পরেছে ওই পরিবার। ঘাতক লরি চালকের খোঁজার পাশাপাশি ঘটনা তদন্ত শুরু করেছে ইটাহার থানার পুলিশ।