প্রবল উৎসাহ ও উদ্দীপনার সাথে জাতীয় বিজ্ঞান দিবস পালিত হল ড. মেঘনাদ সাহা কলেজে।কলেজের পদার্থবিদ্যা,রসায়ন,অঙ্ক এবং ভূগোল বিভাগের উদ্যোগে এই দিনটি উদযাপিত হল বিভিন্ন মডেল প্রদর্শনীর মাধ্যমে।
চারটি বিভাগের প্রায় ৪০ জন ছাত্রছাত্রী এই মডেল প্রদর্শনীতে অংশগ্রহণ করেন।
কলেজের ভারপ্রাপ্ত শিক্ষক তথা আই কিউ এ সির কোওর্ডিনেটর অধ্যাপক সুকুমার বাড়ই জানান,১৯২৮ সালের ২৮ ফেব্রুয়ারি বিজ্ঞানী সি ভি রমন আবিষ্কার করেন ‘রমন এফেক্ট’,।এই আবিষ্কারের জন্য ১৯৩০ সালে তিনি পদার্থবিদ্যায় নোবেল পুরস্কারে ভূষিত হন।সেই স্বীকৃতিকে মাথায় রেখে তৎকালীন ভারত সরকার ২৮ ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে দিনটিকে পরবর্তীতে মান্যতা দেন।
এদিন দুপুরে জাতীয় বিজ্ঞান দিবস পালন অনুষ্ঠানে হাজির ছিলেন কলেজের প্রশাসক অধ্যাপক সুব্রত সাহা,, ড সৌরভ দত্ত,জয়গোপাল বিশ্বাস,রূপাই হেমব্রম, উষশী মিত্রসহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা ,শিক্ষাকর্মী এবং বিজ্ঞান বিভাগগুলোর ছাত্রছাত্রী।
[…] […]